পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৩ গীত ] দায়দের গীত। ○ ケ○。 ১ কর । তোমার যাজকগণ ধৰ্ম্মরূপ বস্ত্র পরিধান করুক, ও তোমার পূণ্যবান লোকেরণ আনন্দেতে উচ্চৈঃস্বর ১• করুক। তুমি নিজ দাস দায়দের নিমিত্তে শুন, আপন অভিষিক্তকে পরাজুথ করিও না। ১১ পরমেশ্বর, যাহার অন্যথা করিবেন না, দায়ুদের কাছে এমত সত্য শপথ করিয়া কহিলেন, ‘ অামি তোমার আত্মজকে তোমার সি০২হাসনে বসাইব । ১২ তোমার সন্তানৰগ যদি আমার নিয়ম ও অামার আণদিষ্ট প্রমাণবাক্য পালন করে, তবে তাহাদের সন্তানবগও সৰ্ব্বদা তোমার সিংহাসনে বসতি করিবে।’ ১৩ পরমেশ্বর সিয়োন পৰ্ব্বতকে মনোনীত করিয়া আপন ১৪ বসতির নিমিত্তে বাসনা করিলেন । * এই অামার নিত্য বিশ্রামস্থান, এই স্থানে আমি বসতি করিব ; যেহেতুক ১৫ অামি তাহা বাসনা করিলাম। অামি তাহার ভক্ষ্যের প্রতি অবশ্য আশীৰ্ব্বাদ করিব, ও তাহার দরিদ্রগণকে ১১ আহারদ্বারা তৃপ্ত করিব। এব^ তাহার যাজকগণকে ত্রাণরূপ বস্ত্র পরিধান করাইব ; আর তাহার পুণ্য১৭ বান লোকেরণ আনন্দেতে উচ্চৈঃস্বর করিবে । আমি সেখানে দায়ুদের বলের বৃদ্ধি করিব, ও আমার ১৮ অভিষিক্তের জন্যে এক প্রদীপ প্রস্তুত করিব। তাহার শত্ৰুগণকে লজ্জারূপ বস্ত্র পরিধান করাইল, কিন্তু তাহার মস্তকে তাহার মুকুট শোভা পাইবে।” ১৩৩ গীত । ঐক্যের শ্রেষ্ঠতা । দায়ুদের কৃত যাত্রাকালীয় গীত। ১ দেখ, ভুীতাদের ( প্রণয়ভাবে ) একত্র বাস করা কেমন ২ উত্তম ও মনোহর ! যে সুগন্ধি তৈল মস্তকহইতে দাড়ি, q 3 185