পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ > デ দায়ুদের গীত । [১৪৪ গীত বাষেপর তুল্য, ও তাহার দিবস দ্রুতগামি ছায়ার ন্যায়। হে পরমেশ্বর, তোমার আকাশমণ্ডলকে নত করিয়া নীচে আইস ; ও পৰ্ব্বতগণকে স্লশ কর, তাহাতে তাহারণ ধমযুক্ত হইবে। এবণ বিদ্যুৎ নির্গত করিয়া শতুদিগকে ছিন্নভিন্ন কর, ও অাপন বাণ নিক্ষেপ করিয়া তাহাদিগকে স^হার কর। উৰ্দ্ধহইতে তোমার হস্ত বিস্তার করিয়া অগাধ জলহইতে, অর্থাৎ, যাহাদের মুখে প্রবঞ্চনার বাক্য থাকে, ও যাহাদের মিথ্যারূপ দক্ষিণ হস্ত অাছে, সেই বিদেশি ব°Nশদের হস্তহইতে আমাকে উদ্ধার করিয়া রক্ষণ কর। হে ঈশ্বর, আমি তোমার উদেশে নূতন গীত গান করিব, এব° নেবল ও দশতন্ত্রীতে তোমার উদেশে গান করিব। তুমি রাজাদিগের ত্রাণকৰ্ত্তা, ও বিনাশক খড়গহইতে আপন দাস দাযুদের উদ্ধারকর্তা। যাহাদের মুথে প্রবঞ্চনার বাক্য থাকে, ও যাহাদের মিথ্যারূপ দক্ষিণ হস্ত আছে, সেই বিদেশি ব^শদের হস্তহইতে অামাকে উদ্ধার করিয়া রক্ষা কর । তাহাতে আমাদের পুত্ৰগণ যৌবনাবস্থাতে বৃক্ষের ন্যায় বদ্ধিষ্ণু হইবে, ও আমাদের কন্যাগণ মন্দিরের কোণে স্থিত সুগঠিত স্তম্ভের সদৃশ হইবে ; এব^ আমাদের ভাণ্ডার পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্যযুক্ত হইবে ; এব^ ক্ষেত্রেতে আমাদের মেষ সহসু ২ ও লক্ষ ং শাবক প্রসব করিবেঃ এব°N আমাদের বলদ সকল ভার বহিবে, এবণ ক্ষতি o o o 2 > R లి

  • 3

বা জুটি বা পথে ক্ৰন্দন কিছুই হইবে না। যে লোক- ১৫ দের এমত গতি, তাহার। ধন্য ; এব°N যিহোবাঃ যে লোকদের ঈশ্বর, তাহারা ধন্য। 198