পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* : 3 হিতো পদেশ । [৬ অধ্যায়। লাম : ও আমার মন কেন অনুযোগ তুচ্ছ করিল ? আমি কেন গুরুলোকের কথা শুনিলাম না ? ও শি- ১৩ দুচকদের কথাতে কেন মনোযোগ করিলাম না ? অামি সভাতে ও মণ্ডলীর মধ্যে হঠাৎ সৰ্ব্ব প্রকার বিপদে ১৪ পড়িলাম । তুমি নিজ জলাশয়ের জল ও নিজ কূপের সোতোজল ১৫ পান কর । তোমার উনুই কেন বাহিরে বিস্তারিত ১২ হইবে ও তোমার জলের সু্যোত কেন চকে যাইবে ? তাহা কেবল তোমারই হউক, তোমার ও অন্যের না ১৭ হউক । তোমার উনূই ধন্য হউক, ও তুমি আপন ১৮ যৌবনকালের ভাৰ্য্যাতে সন্তুষ্ট হও। সে হরিণীর ন্যায় ১৯ প্রেমিক ও বাতপ্রমীর ন্যায় মনোহারিণী হউক ; তাহার স্তনের দ্বারা তুমি সৰ্ব্বদা আপ্যায়িত হও, ও তাহার প্রেমেতে নিত্য রত থাক। হে আমার পুত্র, বীরাঙ্গন। ২০ কেন তোমার মন হরণ করে ; ও তুমি বেশ্যার বক্ষে কেন আলিঙ্গন কর ঃ মনুষ্যের তাবৎ পথ পরমেশ্বরের ২১ দৃষ্টিগোচর অাছে ; তিনি তাহার সকল গতি বিচার করেন। দুষ্ট লোক অণপন অপরাধদ্বারা ধরা পড়ে ও ২২ নিজ পাপৰূপ রজুদ্বারা বদ্ধ হয়। সে বাহুল্য ভুমে ২৩ ভুান্ত হইয়া অনুপদেশে প্রাণ ত্যাগ করে। ৬ অধ্যায়। ১ প্রতিভূ হওনে নিষেধ, ৬ ও আলস্যের বিরুদ্ধে কথা, ১২ ও দুষ্ট লোকের বিরুদ্ধে কথা, ১৬ ও সাত ঘূণাস্পদ, ২০ ও আজ্ঞা পালনের ফল, ২৫ ও পরদার করণে ক্ষতি । হে আমার পুত্র, তুমি যদি আপন বন্ধুর প্রতিভূ । হইয়া থাক, ও পরের বিষয়ে হস্তাপণ করিয়া থাক, তবে আপন বাক্যরূপ ফাদে পতিত ও আপন মুথের ২ কথাতে ধৃত হইলা। অতএব হে আমার পুত্র, তুমি ও 214