৭ অধ্যায়।] হিতোপদেশ । * > * ৭ অধ্যায় । ১ সুলেমানের বিনয় কথা, ৬ ও বেশ্যার ব্যবহারের বর্ণন}, ২৪ ও তাহাহইতে স্বতন্ত্ৰ হওনের আবশ্যকতা । ১ হে আমার পুত্র, অামার কথা পালন কর, ও অামার ২ অাজা মনে সঙ্গোপন কর ; ও অামার আজ্ঞা পালন করিয়া জীবন ধারণ কর, ও আমার ব্যবস্থাকে আ৩ পনার নয়নের তারণস্বরূপ রক্ষা কর ; এব°N তোমার অঙ্গুলিতে তাহা বন্ধন কর, ও হৃৎ পত্রে লিথিয়া রাখা । ৪ প্রজ্ঞাকে বল, তুমিই আমার ভগিনী, ও সুবিবেচনাকে ৫ বল, তুমিই আমার জ্ঞাতি ; তাহাতে সে বারাঙ্গনা ও প্রিয়বাদিনী বেশ্যাহইতে তোমাকে রক্ষা করিবে । ও আমি আপন গৃহের বাতায়নের খড়খড়ি দিয়া নি৭ রীক্ষণ করিতেছিলাম। তাহাতে অজ্ঞান লোকদের মধ্যে আমার দৃষ্টি পড়িলে আমি যুবগণের মধ্যে এক ৮ নিৰ্ব্বোধ যুবকে দেখিলাম। সে ঐ ব্যভিচারিণীর বাটীর কোণের নিকটস্থ পথে যাইয় তাহার বাটীর ১ পথে চলিতেছিল । তথন সন্ধ্যাকাল, দিনাবসানে রণ১• ত্রির ও অন্ধকারের আরম্ভকাল ছিল। পরে বেশ্যাবে১৯ শধারিণী এক চতুরা স্ত্রী তাহার সহিত মিলিল। সে কলহকারিণী ও অবাধ্যা, তাহার চরণ গৃহে থাকে না ; ১২ কথনে পথে ও কখনো চকে ও কখনো ( ব্যাধের ন্যায় ) ১৩ কোণে ২ অপেক্ষাতে থাকে। ঐ স্ত্রী তাহাকে ধরিয়া চুম্বন করিল, এবং নির্লজ্জ মুখে তাহাকে কহিল, ১৪ - অামাকে মঙ্গলার্থক বলিদান করিতে হইবে, আদ্য ১৫ অামি আপন মানত পূর্ণ করিলাম। এই জন্যে তোমার সহিত সাক্ষাৎ করিতে ও তোমার দেখা পাইতে ১৬ বাহিরে অাইলাম, এক্ষণে তোমাকে পাইলাম। আমি в. т. S.) т 117
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/২২৩
অবয়ব