পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায়।] হিতোপদেশ । 2 * > আমি তোমাদিগকে আহ্বান করি ; মনুষ্যসন্তানদের ৫ কাছে আমার এই নিবেদন । হে আজ্ঞানেরণ, সতর্কতার কথা বুক ; হে নিৰ্ব্বোধ সকল, তোমরা বুদ্ধির কথা শু বুক। শুন, আমি সৎকথা কহি, ও ওষ্ঠ্যধরে যথার্থ কথা ৭ বলি। অামার মুখ সত্য কথা কহে, দুষ্টতা অামার ৮ ওষ্ঠের ঘূণাঙ্গদ । আমার মুখের তাবৎ কথাই ধমু ; ৯ তাহার মধ্যে বক্র কি বিপরীত বাক্য নাই। বুদ্ধিমানের স্থানে সে সকল সুগম, এবণ জ্ঞানিদের কাছে যথার্থ। ১• রূপ অপেক্ষা আমার উপদেশ, এব° সুবর্ণ অপেক্ষ । ১১ জ্ঞানকে গ্রহণ কর। কেননা প্রজ্ঞ। মুক্তাহইতেও উত্তম, ও কোন ইষ্ট বস্তু তাহার সমান নয়। ১২ আমি প্রজ্ঞ সতর্কতার সহিত বাস করি, ও পরি১৩ ণামদৰ্শিতার তত্ত্ব জানি। দুষ্টতাকে ঘৃণা করা পরমেশ্বরের সেবার সার ; আমি অহঙ্কার ও দাম্ভিকতা ও ১৪ কুপথ ও দুৰ্ম্মথতা ঘৃণা করি। পরামর্শ ও কুশল অা১৫ মার, আমিই সুবিবেচনা, ও পরাক্রম আমার। অামাদ্বারা রাজগণ রাজত্ব করে ও মন্ত্ৰিগণ যথার্থ ব্যবস্থা ১৬ স্থাপন করে। এ ব°N অামাদ্বারা প্রধানের প্রাধান্য ১৭ পায় ও পৃথিবীর বিচারকর্তৃগণ উন্নত হয়। যাহারণ অামাকে প্রেম করে, অামিও তাহাদিগকে প্রেম করি ; ও যাহারা অামার অন্বেষণ করে, তাহারণ অামাকে ১৮ পায়। ঐশ্বৰ্য্য ও সন্তুম এবং অক্ষয় বিভব ও : r , بی ১৯ সকলি অামার । সুবর্ণ ও নিৰ্ম্মল সুবর্ণ অপেক্ষাও অামণর ফল উত্তম, এ বণ মনোনীত রূপাহইতেও অামার ২০ উপস্বত্ব ভাল । আমিই ধৰ্ম্মপথে ও বিচারের পথের ২১ মধ্যে গতি করাই । যাহার। অামাকে প্রেম করে, তাহাদিগকে ঐশ্বৰ্য্যবান করি, ও তাহদের ভাণ্ডার ধনেতে পরিপূর্ণ করি। T 2. 119