পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 、9 হিতোপদেশ। [৮ অধ্যায়। পরমেশ্বরের কৰ্ম্মের আরম্ভে, বরণ র্তাহার আদিকৃত ২২ কৰ্ম্মের পূৰ্ব্বে আমি তাহার প্রাপ্ত ছিলাম। অনাদি ২৩ কালাবধি, পৃথিবীর মূল স্থাপনের পূৰ্ব্বাবধি আমি অভিষিক্ত আছি। সমুদ্রের ও জলপূর্ণ উনুইর সৃষ্টি ২৪ হওনের পূৰ্ব্বে, এবণ পৰ্ব্বতের স্থাপন ও উপপৰ্ব্বতের ২৫ জন্মের পূৰ্ব্বে, যে সময়ে পৃথিবী ও ক্ষেত্র ও জগৎস্থ ২৬ মৃত্তিকার এক রেণুও জন্মে নাই, তৎকালে আমি জন্মিয়াছিলাম। এবণ র্তাহার আকাশমণ্ডল স্থাপন ২৭ কালেও অামি সেখানে ছিলাম ; এব° যে সময়ে তিনি সমুদ্রের উপরিস্থ চক্রাকার পরিমাণ করিলেন, এবং ২৮ উৰ্দ্ধস্থিত মেঘ স্থাপন করিলেন, ও গভীর স্থানের উনুই সকল পূর্ণ করিলেন, এব^ সমুদ্রের জল যে সীমা উল্লঞ্জন ২৯ করিতে পারে না, সেই সীমা নিরূপণ করিলেন, ও পৃথিবীর মূল স্থাপন করিলেন তৎকালে আমি তা- ৩• হার নিকটে কৰ্ম্মকারিণী ছিলাম, এবণ প্রতিদিন আনদদায়িনী হইয় তাহার সম্মুখে নিত্য আহলাদ করিতাম ; এব^ ভূমণ্ডলে আমোদ ও মনুষ্যসন্তানদের ৩১ সহিত আনন্দ করিতাম। হে বালকগণ, তোমরা এখন আমার কথা শুন ; যে ৩২ জন আমার পথ অবলম্বন করে, সেই ধন্য । তোমরা ৩৩ হিতোপদেশ শুনিয়া জ্ঞানবান হও ; তা হাতে অশ্রদ্ধা কারও না । যে জন আমার কথা শুনিয়া দিন ২ আমার ৩৪ দ্বারে জাগ্রৎ থাকে, অর্থাৎ আমার দ্বারের চৌকাঠে থাকিয়া অপেক্ষা করে, সেই ধন্য। কেননা অামাকে পা- ৩৫ ইলেই মানুষ জীবন প্রাপ্ত হয়, এব^ পরমেশ্বরের অনুগ্রহ ভোগ করে । কিন্তু যে জন অামার বিরুদ্ধে পাপ করে, ৩৬ সে অাপন প্ৰাণহি৭সা করে ; এব° যে সকল লোক অামাকে ঘৃণা করে, তাহারাই মৃত্যুকে প্রেম করে। 120