পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] হিভোপদেশ । ○ &い○ ১৪ অাশ্রয় । জ্ঞানবান জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের ১৫ মুখ বিনাশ উপস্থিত করে । ধনই ধনবানের দৃঢ় নগর, ১২ এবং দরিদুতাই দরিদ্রের বিনাশস্বরূপ। ধাৰ্ম্মিকের শ্রম ১৭ জীবনজনক, কিন্তু দুষ্টদের উপস্বত্ব পাপীজনক। যে জন হিতোপদেশ মানে, সে জীবনের পথে চলে ; কিন্তু যে ১৮ জন অনুযোগ মানে না, সে ভুান্ত হয় । যে জন দ্বেষ আচ্ছাদন করে, সে মিথ্যাবাদী ; এবণ যে কেহ পরের ১১ অপবাদ করে, সে অজ্ঞান | বহুবাক্যে দোষের অভাব নাই ; অতএব যে জন অ্যাপন ওষ্ঠকে দমন করে, ২০ সেই বুদ্ধিমান। ধাৰ্ম্মিকের জিহ্বা নিৰ্ম্মল রূপাস্বৰূপ, ২১ কিন্তু দুষ্টদের অন্তঃকরণ অল্পমূল্য । ধাৰ্ম্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানের জ্ঞানের ২২ অভাবে প্রাণ ত্যাগ করে। পরমেশ্বরের আশীৰ্ব্বাদ ধনবান করে, এবণ তিনি তাহার সহিত মনোদুঃখ দেন ২৩ না। কুক্রিয়াতে অজ্ঞানের এবং প্রজ্ঞাতে বুদ্ধিমানের ২৪ আনন্দ হয়। দুষ্ট যাহাতে ভয় করে, তাহার প্রতি তাহাই ঘটে ; কিন্তু ধাৰ্ম্মিকদের বাঞ্ছা সফল হয়। ২৫ যেমন ঘূর্ণবায়ু বহিয়া যায়, তদ্রুপ দুষ্ট লোকও যায় ; ২৬ কিন্তু ধাৰ্ম্মিক চিরস্থায়ি ভিত্তিস্বরূপ। দন্তে যেমন অম্লরস ও চক্ষুতে যেমন ধূম, তদ্রুপ অলস আপন প্রের২৭ কের প্রতি হয়। পরমেশ্বর বিষয়ক ভয় আযুর বৃদ্ধি করে ; কিন্তু দুষ্টদের বৎসরের নূ্যনত করা যায়। ২৮ ধাৰ্ম্মিকদের প্রতীক্ষণ আনন্দজনক ; কিন্তু দুষ্টদের প্র২৯ ত্যাশ" ক্ষয় পায়। পরমেশ্বরের পথ সাধুদের দুর্গস্ব৩০ রূপ ; কিন্তু দুস্কৃস্মিদের বিনাশস্বরূপ। ধাৰ্ম্মিক লোক কথনো বিচলিত হইবে না ; কিন্তু দুষ্টগণ দেশবাসী ৩১ হইবে না। ধাৰ্ম্মিকের মুখহইতে প্রজ্ঞা নিসৃত হয় ; ৩২ কিন্তু বক্রবাদি জিহ্বাকে ছেদন করা যায়। ধাৰ্ম্মিকের 123