পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ গীত ।] দায়ুদের গীত 3 * ৩৯ রহিল। তুমি যুদ্ধ করিতে বলেতে আমার কটিবন্ধন করিলা, ও আমার বিপক্ষগণকে আমার বশীভূত ৪• করিলা ; এবণ আমার শত্ৰুগণকে আমাহইতে পরাখুথ করিলা, তাহাতে আমি আপন ঘূণাকারিগণকে সম্প৪ ১ হার করিলাম। তাহারণ ত্ৰাহি ২ শবদ করিলে কেহ তাহাদিগকে রক্ষা করিল না ; এবণ পরমেশ্বরের প্রতি ৪২ করিলে তিনি উত্তর দিলেন না। তাহাতে আমি বায়ুর দ্বারা চালিত ধূলির ন্যায় তাহাদিগকে চূর্ণ করিলাম, এব০ পথের কদমের ন্যায় তাহাদিগকে নিক্ষেপ ৪৩ করিলাম। তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিলা, এবং অন্যদেশীয়দের মস্তকরূপে নিযুক্ত করিলা, তাহাতে আমার অজ্ঞাত জাতিও আমার সেবা করে ; ৪৪ এবণ অামার কথা শ্রবণমাত্র অামার আজ্ঞাবৰ্ত্তী হয়, ৪৫ ও বিদেশীয়ের আমার স্তবস্তুতি করে। এবণ বিদেশীয়ের উদ্বিগ্ন হইয় আপনাদের গোপনীয় স্থানে থাকিয় কল্পিত হয়। ৪৬ অামার পর্বতস্বরূপ যে অমর পরমেশ্বর, তিনি ধন্য, ৪৭ ও আমার ত্রাণজনক ঈশ্বর সর্বদ উন্নত হউন। হে ঈশ্বর, তুমি আমার নিমিত্তে অন্যকে প্রতিফল ৪৮ দিয়া আমার বশে প্রজাগণকে দমন করিলা। তুমি শত্ৰুগণহইতে আমাকে উদ্ধার করিলা, এবং বিপক্ষগণের উপরে আমাকে উচ্চপদ দিলা, ও দুৰ্ভূক্ত লোক৪১ হইতে আমাকে মুক্ত করিলা। অতএব হে পরমেশ্বর, আমি ভিন্নদেশীয়দের নিকটে তোমার গুণের প্রশ৭সা ৫• করিব ও তোমার নাম গান করিব। তুমি স্বকৃত রাজাকে মহাপরিত্রাণ দিয়া আপন অভিষিক্ত ব্যক্তির, অর্থাৎ, দায়দের ও তাহার বলশের সহিত সৰ্ব্বদা অনুগ্রহ ব্যবহার করিবণ। 21