বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ १. দায়ুদের গীত । [১৯ গীত । ১৯ গীত । ১ পরমেশ্বরের কর্মদ্বারা তাহার মহিমার প্রকাশ হওন, ৭ ও শাস্ত্ৰ দ্বারা অারও স্পষ্ট রূপে প্রকাশ হওন। প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত। আকাশ ঈশ্বরের মহিমা বর্ণনা করে, ও গগণমণ্ডল র্তাহার হস্তকৃত কৰ্ম্ম প্রকাশ করে। এক দিবস অপর দিবসকে সূগোচর করে, ও এক রাত্রি অপর রাত্রিকে শিক্ষা দেয়। তাহাদের কোন বাক্য ও ভাষা নাই, এব^ তাহাদের রবও শুনা যায় না ; তথাপি তাহাদের স্বর সৰ্ব্বদেশে, ও তাহদের বক্তৃতা জগতের সীমা পৰ্য্যন্ত ব্যাপিয়াছে। তিনি তাহদের মধ্যে সূর্য্যের তাস্থ স্থাপন করিয়াছেন; সে বাসরগুহ হইতে বহির্গত বরের তুল্য, ও পথে ধাবমান হইতে বীরের ন্যায় আনন্দিত হয়। সে আকাশের অাদিসীমাহইতে যাত্রা করিয়া অন্তসীমা পর্য্যন্ত গমন করে, তাহার উত্তাপে কোন বস্তু লুক্কায়িত থাকে না। পরমেশ্বরের শাস্ত্র সিদ্ধ ও মনের পরিবর্তক, এব০ পরমেশ্বরের প্রমাণবাক্য বিশ্বসনীয় ও অজ্ঞানের জ্ঞানজনক। পরমেশ্বরের বিধি সকল যথার্থ ও মনের আনন্দবদ্ধক, এব০ পরমেশ্বরের আজ্ঞা নিৰ্ম্মল ও নয়নের দীপ্তিজনক। পরমেশ্বরের সেবা পবিত্র ও চিরস্থায়ী, এব০ পরমেশ্বরের রাজনীতি সত্য ও সৰ্ব্বা শে ন্যায্য ; o ෆ 3 (R o R > তাহা কাঞ্চন ও তপ্তকাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, এব° ১৭ মধু ও মৌচাকের রসহইতেও সুস্বাদু। তোমার এই ১১ দাসও তদ্বারা সূশিক্ষণ পায়, তাহা প্রতিপালন করিলে মহাফল হয়। কিন্তু আপনার তাবৎ ভুান্তি কে বুঝিতে ১২ পারে ? তুমি গুপ্ত দোষহইতে আমাকে পরিস্কার কর। দুঃসাহসরূপ তাবৎ অপরাধহইতেও নিজ দাসকে রক্ষী ১৩ 22