পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ গীত।] দায়ুদের গীত । ২৩ কর । সেই সকলকে আমার উপরে কর্তৃত্ব করিতে দিও না ; তাহাতে আমি সিদ্ধ এৰণ মহাপাতকহইতে শুচি ১৪ হইব । হে আমার আশ্রয়স্বরূপ ত্রাণকর্তা পরমেশ্বর, আমার মুখের কথা ও মনের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হউক। ২০ গীত । ১ রাজার নিমিত্তে প্রজাদের প্রার্থনা, ৬ ও রাজার উত্তর, ৭ ও পরমে শ্বরের প্রজাদের প্রত্যাশা ৷ প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ুদের ধর্মগীত । ১ পরমেশ্বর বিপদকালে তোমাকে উত্তর দিউন, ও যাকু২ বের ঈশ্বরের নাম তোমাকে রক্ষণ করুক। তিনি ধৰ্ম্মধামহইতে তোমার উপকার করুন, ও সিয়েশনে থাকিয়া ৩ তোমাকে সুস্থির রাখুন ; এব^ তোমার তাবৎ নৈৱেদ্য স্মরণ করুন, ও তোমার হোমৰলি গ্রাহ্য করুন। সেলা । ৪ এব^ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুন, ও তোমার তাবৎ ও পরামর্শ সিদ্ধ করুন। আমরা তোমার পরিত্রাণে আণনন্দিত হইব, ও আমাদের ঈশ্বরের নামে ধ্বজ তুলিব ; পরমেশ্বর তোমার তাবৎ প্রার্থন সফল করুন। ও পরমেশ্বর আপনার অভিষিক্ত ব্যক্তিকে রক্ষণ করেন, ইহা অামি এখন জানিলাম ; তিনি নিজ পবিত্র স্বৰ্গহইতে তাহাকে উত্তর দেন, এবণ নিজ দক্ষিণ বাহুর বলেতে তাহাকে রক্ষা করেন। ৭ দেী, ইহার রথের, ও উহারা অশ্বের প্রশ৭সা করে, কিন্তু আমরা আমাদের প্রভু পরমেশ্বরের নামের ৮ প্রশ৭সা করি। তাহারা নত হইয়া পতিত হইয়াছে, ৯ কিন্তু আমরা উত্থিত হইয়া দণ্ডায়মান আছি। পরমে 23