& 8 দায়ুদের গীত। [২১ গীত । শ্বর রাজাকে রক্ষণ করুন ; যে সময়ে আমরা প্রার্থনা করি, তৎকালে আমাদিগকে উত্তর দিউন । ২১ গীত । ১ জয়ের নিমিত্তে ঈশ্বরের ধন্যবাদ, ৮ ও উপকারার্থে তাঁহাতে প্রত্যাশা করণ । - প্রধান বাদ্য করকে দাতব্য দায়ুদের ধর্মগীত। হে পরমেশ্বর, তোমার পরাক্রমে রাজা আনন্দিত হয়, ও তোমাহ হতে পরিত্রাণ পাইয়া পরমাহলাদিত হয়। তুমি তাহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ, এব^ তাহার ওষ্ঠাধরের প্রার্থনা অস্বীকার কর নাই । সেলা । তাহাকে শীঘু শুভ বর দিয়া সুবর্ণ মুকুট তাহার মস্তকে দিয়াছ। সে তোমার নিকটে জীবন প্রার্থনা করিয়াছিল, তাহাতে তুমি তাহাকে দীর্ঘ বরণ সদাকালস্থায়ি পরমায়ু দিয়াছ। সে তোমাহইতে পরিত্রাণ পাইয়া মহাগৌরবান্বিত হইয়াছে ; তুমি তাহাকে প্রতাপ ও ঐশ্বর্য্যযুক্ত করিয়াছ, এব^ তাহাকে নিত্য আশীৰ্ব্বাদের পাত্র করিয়াছ, ও আপন মুথের প্রসন্নতাতে পরমানন্দিত করিয়াছ। কেননা রাজা পরমেশ্বরেতে প্রত্যাশা করে, সৰ্ব্বোপরিস্থের অনুগ্রহদ্বারা সে কদাচ বিচলিত হইবে না। তোমার হস্ত তোমার তাবৎ শত্রুকে ধরিবে, ও তোমার দক্ষিণ হস্ত ঘূণাকারিবর্গকে ধরিবে। তুমি ক্রোধের সময়ে তাহাদিগকে তুন্দুরের ন্যায় অগ্নিময় করিবা পরমেশ্বর আপন কোপদ্বারা তাহাদিগকে গ্রাস করিবেন, এবং আমি তাহাদিগকে ভক্ষণ করবে। তুমি পৃথিবীহইতে তাহীদের ফল ও মনুষ্যসন্তানদের মধ্য .
- о
হইতে তাহদের বণশ উচ্ছিন্ন করিব। যেহেতুক তা- ১১ 24