*、* দায়দের গীত। [২৩,২৪ গীত । ২৩ গীত । পালক পরমেশ্বরের প্রতি প্রত্যাশা করণ। দায়ুদের ধর্মগীত। পরমেশ্বর আমার পালক, আমার কিছুরই অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরাণীতে অামাকে শয়ন করান, ও মন্দ ২ বাহি জলের নিকটে লইয়া যান। তিনি আমার মন পরিবর্তন করেন, এব^ আপন নামের গুণে আমাকে ধৰ্ম্মপথে গমন করান। আমি যখন মৃতু্যচ্ছায়ারূপ উপত্যক দিয়া গমন করিব, তৎকালেও অমঙ্গলহইতে ভীত হইব না, কেননা তুমি আমার সঙ্গে থাকিবা, এব° তোমার পাচনি ও যষ্টি আমাকে সান্তন দিবে। তুমি আমার বৈরিগণের সাক্ষাতে আtমার সম্মুখে ভোজ প্রস্তুত করিতেছ, ও আমার মস্তকে তৈল মদন করিতেছ, ও অামার পানপাত্ৰ উথলিয়া পড়িতেছে। মঙ্গল ও অনুগ্রহ যাবজ্জীবন আমার অনুচর হইবে, এব^ আমি চিরকাল পরমেশ্বরের মন্দিরে বসতি করিব। ২৪ গীত । ১ পরমেশ্বরের রাজত্ব, ৩ ও তাহার লোকদের বর্ণনা, ৭ ও তাহার গ্রাহ লোকদের নিবেদন । দায়ুদের ধর্মগীত । পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু এব^ জগৎ ও তন্নিৰাসিগণ পরমেশ্বরের। কেননা তিনিই সমুদ্রের উপরে তাহা স্থাপন করিয়াছেন, ও প্রবাহের উপরে তাহ নিৰ্ম্মাণ করিয়াছেন । পরমেশ্বরের পর্বতে কে আরোহণ করিবে ? ও তা28
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৩৪
অবয়ব