O & দায়ুদের গীত। [৩০ গীত । থনা করিলে তুমি তৎক্ষণাৎ আমাকে সুস্থ করিল। হে পরমেশ্বর, তুমি পরলোকহইতে আমার প্রাণকে উদ্ধার করিলা, ও কবরে প্রবেশ করিতে না দিয়া অামাকে বাচাইলা । হে পরমেশ্বরের পূণ্যবান লোক সকল, তোমরা তাহার নামে গান কর, ও তাহার পবিত্রতা স্মরণ করিয়া প্রশ৭সা কর। কেননা তাহার ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু র্তাহার অনুগ্রহ জীবনদায়ক ; সন্ধ্যাতেই রোদন হইলে প্রভাতে আনন্দ হয়। * আমি কদাচ বিচলিত হইব না, এ কথা সমুদকালে কহিয়াছিলাম। হে পরমেশ্বর, তুমি আপন অনুগ্রহে আমার পর্বতকে দৃঢ় করিয়া স্থির রাথিয়াছিল ; কিন্তু আপন মুখ লুক্কায়িত করিলে আমি ব্যাকুল হইলাম। হে পরমেশ্বর, অামি তোমার নিকটে প্রার্থনা করিলাম ; আমি পরমেশ্বরের নিকটে এই বিনতির কথা কহিলাম, অামার রক্তেতে ও কবর প্রবেশে কি লাভ হইবে ধূলা কি তোমার গুণানুবাদ করিবে ? কিম্বা তোমার সত্যতা প্রকাশ করিবে ? হে পরমেশ্বর, শ্রবণ করিয়া অামার প্রতি দয়ণ কর ; হে পরমেশ্বর, অামার উপকারী হও । So তাহাতে তুমি আমার রোদনকে হাস্য করিলা, ও ১১ আমার চট মুক্ত করিয়া আনন্দরূপ বস্ত্র পরিধান করাইল। এই কারণ আমার চিত্ত মৌনী না থাকিয় ১২ তোমার স্তুতি গান করিবে ; এব° হে আমার প্রভো পরমেশ্বর, অামি সৰ্ব্বদা তোমার গুণের প্রশ৭সা করিব । 36
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৪২
অবয়ব