পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や、 দায়ুদের গীত। [৪৭ গীত। প্রকার উৎপাত করেন। তিনি পৃথিবীর সীমা পৰ্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন, ও ধনু ভগ্ন করেন, ও বড়শ খণ্ড ২ করেন, ও অগ্নিতে রথকে দগ্ধ করেন ৷ ‘ তোমরা ক্ষান্ত হও, এৰণ আমি ঈশ্বর, ইহা জ্ঞাত হও ; আমি অন্যজাতীয়দের মধ্যে মহামহিমান্বিত হইব, ও তাবৎ পৃথিবীতে মহিমান্বিত হইব ।’ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর আমাদের সঙ্গী, ও যাকুবের ঈশ্বর আমাদের উচ্চদ্বর্গস্বরূপ । সেলা । ৪ ৭ গীত । ঈশ্বরের বশীভূত হওনের ও প্রশংসা করণের আবশ্যকতা । প্রধান বাদ্যকরকে দাতব্য কোরহীয় বংশের ধর্মগীত । হে সমস্ত লোক, তোমরা করতালি দিয়া উচ্চৈঃস্বরে ঈশ্বরের জয়ধ্বনি কর । কেননা সৰ্ব্বোপরিস্থ পরমেশ্বর ভয়ঙ্কর ও তাবৎ পৃথিবীর রাজাধিরাজ । তিনি জাতিদিগকে আমাদের অধীন করেন, ও অন্যদেশীয়দিগকে আমাদের পদতলস্থ করেন । এ বণ তিনি আমাদের অধিকার মনোনীত করেন ; তাহাই তাহার প্রিয় যাকুবের রত্নস্বরূপ। সেল। ঈশ্বর জয়ধ্বনির সহিত ও পরমেশ্বর তরীধ্বনির সহিত স্বগারোহণ করেন । ঈশ্বরের উদেশে গান কর, গান কর ; এব°N আমাদের রাজার উদ্দেশে গান কর, গান কর । ঈশ্বর তাবৎ পৃথিবীর রাজা, তাহার উদ্দেশে জ্ঞানসূচক গীত গান কর । ঈশ্বর অন্যজাতীয়দের উপরে রাজত্ব করেন ; তিনি অাপন পবিত্র সি০২হাসনে বসিয়া থাকেন । লোকদের অধ্যক্ষগণ ইব্রাহীমের ঈশ্বরের লোক হইয়া একত্র হইতেছে ; যেহেতুক পৃথিবীর অধ্যক্ষগণ ঈশ্বরের, তিনি অতিশয় উন্নত । 62 o У о o o