৫৯ গীত।] দায়ুদের গীত । R o
- >
> R দুস্কৃস্মিদের হইতে আমাকে নিস্তার কর, ও রক্তপাতি মনুষ্যদের হইতে অামাকে ত্রাণ কর । দেখ, তাহারা আমার প্রাণ নাশার্থে লুক্কায়িত আছে ; হে পরমেশ্বর, বলবান লোকেরা অামার বিরুদ্ধে একত্র হয়, কিন্তু আমার কোন অপরাধ বা পাপ প্রযুক্ত নয়। তাহারণ অামার কোন দোষ না পাইয়াও দৌড়িয়া আসিয়া প্রস্তুত হয়। অতএব তুমি আমার উপকারের জন্যে জাগ্রৎ হইয়। অবলোকন কর। হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, হে ইসুয়েলের ঈশ্বর, তুমি ভিন্নজাতীয় সকলকে প্রতিফল দিতে জাগ্রৎ হও, দুষ্ট বঞ্চকদিগকে কদাচ দয়া করিও না। সেলা । তাহারণ সন্ধ্যাকালে ফিরিয়া আসিয়া কুকুরদের ন্যায় কঠোর শব্দ করিয়া নগরের চতুদিগে ভুমণ করে। দেখ, তাহার। মুখ হইতে মন্দ কথা উদগীরণ করে ; তাহাদের জিহ্বা খড়গস্বরূপ, ও তাহারা বলে, কে শুনিতে পাইবে ? কিন্তু হে পরমেশ্বর, তুমি তাহাদিগকে পরিহাস করিবা, ও ভিন্নজাতীয় সকলকে উপহাস করিব। আমি তাহাদের বলপ্রযুক্ত তোমার অপেক্ষা করিতেছি ; ঈশ্বর আমার উচ্চ দুৰ্গস্বরূপ। আমার অনুগ্রাহক ঈশ্বর আমার অগ্রবৰ্ত্তী হইবেন, ও ঈশ্বর অামার শত্ৰগণের বিপদ অামাকে দেখাইবেন। অামার প্রাজারা যেন তোমার কৰ্ম্ম বিস্মৃত না হয়, এই নিমিত্তে শজুদিগকে বধ করিও ন ; কিন্তু হে অামাদের ঢালস্বরূপ প্রভো, তুমি নিজ শক্তিতে তাহাদিগকে ভূমণ করাইয়ণ নিপাত কর। তাহারা নিজ মুখের পাপ ও ওষ্ঠাথরের বাক্য ও অভিশাপ ও মিথ্যা কথা প্রযুক্ত আপনাদের অহঙ্কারে ১৩ ধরা পড়ক। তুমি ক্রোধে তাহাদিগকে স^হার কর ; এমত সPহার কর যে তাহাদের এক জনও অবশিষ্ট н 3 77