বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Do o দাযুদের গীত । [৬৯ গীত । ও আকাশের মধ্যে র্তাহার বল প্রকাশিত হয়। হে ৩৫ ঈশ্বর, তুমি আপন ধৰ্ম্মধামে ভয়ঙ্কর ৷ ই সুয়েলের ঈশ্বর যিনি, তিনি তাপন লোকদিগকে বল ও পরাক্রম দেন ; ঈশ্বর ধন্য হউন। ৬৯ গীত । ১ বিপদসময়ে প্রার্থনা, ২৯ ও তাহার ফল। প্রধান বাদ্যকরকে দাতব্য শোশল্পীয় নামক স্বরযুক্ত দায়দের গীত। হে ঈশ্বর, অামাকে ত্রাণ কর, অামার প্রাণ পৰ্য্যন্ত জল আসিতেছে। অামি গভীর পঙ্কে মগ্ন হইতেছি, আমার দাড়াইবার স্থল নাই ; গভীর জলে পতিত হওয়াতে আমার উপর দিয়া ঢেউ যাইতেছে। অামি আহ্বান করিতে ২ প্রান্ত হইয়াছি, ও আমার গলা শুষ্ক হইয়াছে ; আমার ঈশ্বরের অপেক্ষা করিতে ২ আগমার নয়ন নিস্তেজ হইতেছে। যাহারা অকারণে অামাকে ঘৃণা করে, তাহারা অামার মস্তকের কেশ অপেক্ষাও অনেক ; আমার প্রাণহি°Nসক মিথ্যাবাদ শত্ৰুগণ প্রবল হয় ; আমি যাহা অপহরণ করি নাই, তাহাও আমাকে ফিরিয়া দিতে হয়। হে ঈশ্বর, তুমি আমার মূঢ়তা জ্ঞাত আছ, এবং আমার দোষ সকল তোমার অগোচর নহে। হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, তোমার অপেক্ষাকারিগণ আমোদ্বারা লজ্জিত না হউক ; হে ইস্রায়েলের ঈশ্বর, তোমার অন্বেষণকারিরা অামার দ্বারা অপ্রতিভ না হউক । তোমারই নিমিত্তে আমি নিন্দা সহ্য করি, ও অামার মথ লজ্জাতে আচ্ছন্ন হয়। এবং আমি ভুাতৃগণের নিকটে বিদেশিতুল্য, ও সহোদরগণের কাছে অপরি 90