বিষয়বস্তুতে চলুন

পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৯ গীত ] দায়দের গীত । ఎ : ৯ চিতের ন্যায় হই । তোমার মন্দির নিমিন্তক উদ্যোগ আমাকে গ্রাস করে, এবণ তোমার নিন্দকগণের ১• নিন্দাতে আমি নিন্দাগ্রস্ত হই। আমি উপবাসদ্বারা আপন প্রাণকে ক্লেশ দিয়া ক্ৰন্দন করি ; কিন্তু তাহাও ১১ অামার নিন্দাল্পদ হয় । এবণ চট পরিধান করি, তাহা১২ তেও তাহীদের এক কুদৃষ্টান্ত হই । যাহারণ সমাজে বৈসে, তাহারাও অামার বিরুদ্ধে পরামর্শ করে ; আমি ১৩ সূরাপায়িদের গীতস্বরূপ হই । হে পরমেশ্বর, তোমার প্রতি আমি প্রার্থনা করিতেছি ; হে ঈশ্বর, তোমার প্রচুর অনুগ্রহদ্বারা প্রসন্নতার সময় হউক ; তুমি আপনার পরিত্রাণজনক সত্যতাদ্বারা অামাকে ১৪ উত্তর দেও পঙ্কহইতে আমাকে উদ্ধার কর, মগ্ন হইতে দিও না ; ঘূণাকারিগণহইতে ও গভীর জল১৫ হইতে আমাকে উদ্ধার কর। অামার উপর দিয়া তরঙ্গকে যাইতে দিও না, ও অগাধ জলকে আমাকে গ্রাস করিতে দিও না, এব^ গৰ্ত্তকে নিজ মুথদ্বারা ১৬ অামাকে রুদ্ধ করিতে দিও না | হে পরমেশ্বর, অামাকে উত্তর দেও, কেননা তোমার অনুগ্রহ উত্তম । তোমার প্রচুর কৃপাতে আমার প্রতি দৃষ্টিপাত কর। ১৭ নিজ দাসের প্রতি আচ্ছাদিত করিও না, এই দুঃখের ১৮ সময়ে ত্বরায় অামাকে উত্তর দেও। নিকটে আসিয়া আমার প্রাণকে মুক্ত কর, ও শত্রগণহইতে আমাকে ১৯ উদ্ধার কর । অামার যে প্রকার নিন্দ ও লজ্জা ও অপযশ হইতেছে, তাহা তুমি জ্ঞাত আছ ? অামার ২• তাবৎ বৈরী তোমার সম্মুখে আছে। নিন্দাদ্বারা অামার মনোভঙ্গ হয়, আমি উদ্বিগ্ন হইয়া প্রবোধকর্তার অপেক্ষা করি, কিন্তু কেহই নাই ; এব০ সান্তনাক২১ ত্বাদের অপেক্ষা করি, কিন্তু প্রাপ্ত হই না। তাহারা 91