পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ São নাম রাখবো, কত্তা বলতেন কবে খোকা হবে “নবীনমাধব” বল্যে ডাকবো । ( ক্ৰন্দন ) যদি বেঁচে থাকতেন আজ সে সাধ পুরুতে। নেপথ্যে শব্দ ঐ বাজন। এয়েছে ( হাততালি ) । সৈরি । কবিরাজ আসিতেছেন, ছোট বউ উঠে ওঘরে যাও । কবিরাজ ও সাধুচরণের প্রবেশ সরলতা রেবতী এবং প্রতিবাসিনীদের প্রস্থান, সৈরিন্ধী অবগুণ্ঠনাবৃত হইয়া এক পার্থে দণ্ডায়মান সাধু। এই যে মাঠাকুরুণ উঠে বসিয়াছেন। সাবি । ( রোদন করিয়া ) আমার কত্তা নেই বল্যে কি তোমরা আমার এমন দিনে ঢোল বাড়ী রেখে এলে । আঙ্গুরী। ওনার ঘটে কি আর জ্ঞেন আছে, উনি অ্যাকেবারে পাগল হয়েচেন । উনি ঐ বড় হালদারেরে বলচেন “মোর কচি ছেলে” আর ছোট হালদার্ণিরি বিবি বল্যে কত গালাগালি দেলেন, ছোট হালদার্ণি কেঁদে ককাতি নেগলে । তোমাদের বলচেন বাজন্দেরে । সাধু। এমন তুর্ঘটনা ঘটিয়াছে। কবি । (নবীনের নিকট উপবিষ্ট হইয়া) একে পতিশোকে উপবাসী, তাহাতে নয়নানন্দ নন্দনের ঈদৃশী দশা—সহসা এরূপ উন্মত্ত হওয়া সম্ভব এবং নিদানসঙ্গত । নাড়ীর গতিকট দেখা আবশ্যক, কত্রী ঠাকুরুণ হস্ত দেন ( হাত বাড়াইয়া ) । সাবি। তুই আঁটকুড়ীর ব্যাট কুটির নোক তী নইলে ভাল মানুষের মেয়ের হাত ধত্তে চাচ্চিস্ কেন, (গাত্ৰোখান