পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দপণ S • X কবি । মস্তকট। ধৌত করিয়া আপাততঃ তাপিণ তৈল লেপন কর ; পশ্চাৎ সন্ধ্যাকালে আসিয়া অন্য ব্যবস্থা করিয়া যাইব । রোগীর গৃহে গোল করা ব্যাধ্যাধিক্যের মূল— কোনরূপ কথাৰাৰ্ত্ত। এখানে না হয় । কবিরাজ, সাধুচরণ এবং জ্ঞাতিগণের একদিকে, এবং আঙ্গুরীর অন্য দিকে প্রস্থান, সৈরিন্ধীর উপবেশন। যবনিকা পতন । তুতীয় গর্তাঙ্ক সাধুচরণের ঘর ক্ষেত্রমণির শয্যাকণ্টকি, এক দিকে সাধুচরণ, অপর দিকে রেবর্তী উপবিষ্ট ক্ষেত্র । বিছেন ঝেড়ে পাত, ও, মা, বিছেন ঝেড়ে দে । রেবতী । যাদু মোর, সোনার চাদ মোর, ওমন ধারা কেন কচ্চো মা । বিছানা ঝেড়ো দিইচি মা, বিছানায় তো কিছু নেই রে মা, মোদের র্ক্যাতার ওপরে, তোমার কাকিমারা যে নেপ দিয়েচে তাই তো পেড়ে দিয়েচি মা । ক্ষেত্র। স্যাকুলির কাটা ফোর্টুচে, মরি গ্যালাম, মা বে মলাম রে বাৰার দিগি ফিরয়ে দে । সাধু । ( আস্তে২ ক্ষেত্রমণিকে ফিরায়ে, স্বগত ) শয্যাকণ্টকি, মরণের পুর্বলক্ষণ ( প্রকাশে ) জননী আমার, দরিদ্রের রতনমণি, মা, কিছু খাও ন মা, আমি যে ইন্দ্রাবাদ হইতে তোমার জন্তে বেদান কিনে এনিচি মা, তোমার যে চুমুরি শাড়ীতে বড় সাধ মা, তাও তো আমি কিনে এনেচি মা, কাপড় দেখে তুমি তো আহলাদ করিলে নাম।