পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S • & দীনবন্ধু-গ্রন্থাবলী রেবতী । মার মোর কত সাধ, বলেন সেমোনতোনের সমে মোরে সাকৃতির মালা দিতি হবে—আহ। হা ! মার মোর কি রূপ কি হয়েছে, করবো কি, বাপোরে বাপোঃ ! ( ক্ষেত্রমণির মুখের উপর মুখ দিয়া অবস্থিতি) সোণার ক্ষেত্র মোর কয়লাপান হয়ে গিয়েচে, দেখ দেখ মার চকির মণি কনে গ্যাল । সাধু। ক্ষেত্রমণি, ক্ষেত্রমণি, ভাল কর্যে চেয়ে দেখ না মা । ক্ষেত্র। খোস্তা, কুড় ল, মা ! বাবা ! অ ! ( পার্শ্ব পরিবর্তন ) রেবতী । মুই কোলে তুলে নেই, মার বাছা মার কোলে ভাল থাকবে। ( অঙ্কে উত্তোলন করিতে উদ্যত ) সাধু। কোলে তুলিস নে, টাল যাবে। রেবতী । এমন পোড়া কপাল করেলাম, আহা হা । হারাণ যে মোর মউর চড়া কাত্তিক, মুই হারাণের রূপ ভোলবো ক্যামন কর্যে, বাপো ! বাপো ! বাপে । সাধু। রেয়ে ছোড় কখন গিয়েছে, এখনও এল না । রেবতী। বড়বাবু মোরে বাগের মুখথে ফিরে এনে দিয়েলে । আঁটুকুড়ির বেটা এমন কিলও মেরিলি, বাছার পেট খসে গেল, তার পর বাছারে নিয়ে টানাটানি । আহা ! হা । দেউত্ৰ হয়েলো, রক্তোর দল, তবু সব গড়ন দেখা দিয়েলো, আঙ্গুলগুলো পৰ্য্যস্ত হয়েলো। ছোট সাহেব মোর ক্ষেত্ররে খালে, বড় সাহেব বড়বাবুরি খালে। আহা হা ! কাঙ্গালেরে কেউ রক্কে করে না । সাধু। এমন কি পুণ্য করিছি যে দৌহিত্রের মুখ দর্শন করিৰ । ক্ষেত্র। গা কেটে গেল—মাজ–ট্যাংরা মাচু হু—হু— 葱一