পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मदौन ऊ*शिनैौ ২৩ মাল। হ্যা গা বাছা, আমরা কি দেশে আর লোক পেলেম না, তোমার “পঞ্চরত্ন” নিয়ে টানাটানি কচ্চি । জগ। আমি আর ছেনালের কথায় ভুলি নে, আমি স্বচক্ষে দেখিচি, পোড়াকপালীরে ঘরে থাকতে না পারিস, নাম লেখাগে, নতুন নতুন পুরুষ পাবি, কত রাজা পাবি, কত মন্ত্রী পাবি। মল্লি। মাগী সকল গায় থুতু দিলে গে, আয় ভাই ঘাটে যাই, গা ধুইগে। মাল । বাছা, আমরা নাম লেখাব কি দুঃখে ? আমাদের সিন্দুক পোরা টাকা রয়েচে, বাক্স পোরা গহনা রয়েচে, প্যাটরা পোর কাপড় রয়েচে, সোনার চাদ ভাতার রয়েচে, তাদের যেমন মনোহর রূপ, তার তেমনি আমাদের ভাল বাসে, তোমার যেমন পোড়ার বাদর ভাতার, তেমনি তোমাকে ঘৃণা করে, তোমারি উচিত নাম লেখানে— মল্লি । তা হলে লোকের একটা উপকার হয়— জগ । আমি বেশ্য হলে আমারি পরকাল যাবে, লোকের উপকার হবে কি ? মল্লি । পুরুষদের রাতবেড়ান দোষটা সেরে যায় । জগ । আমি সব কথা তোদের ভাতারকে বলে দেব, তোরা পাড়া মজালি, তোদের জন্যে কেউ ভাতার নিয়ে ঘর কত্তে পারে না । মল্লি । আমরা হাজার মন্দ হই, তুমি যদি ঘরের ছেলে শাসিৎ করে রাখতে পার, কেউ তারে যাদু করে নিতে পারবে না । জগ । আমি তো আর চাবি দিয়ে বাক্সর ভিতর রাখতে পারি নে, তোরা যদি ওরে ত্যাগ করিস, তা হলে আমি বাচি । - মাল। তুমি বাছ পাগল, আমরা কুলকামিনী, আমরা