পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8. দীনবন্ধু-গ্রন্থাবলী দাসীদের জন্য বস্ত্ৰ অলঙ্কার ক্রয় হয়েচে, কিন্তু বড় রাণী নিজেও বস্ত্ৰ অলঙ্কার পেতেন না । জননী অামার বড় রাণীকে কি কোপনয়নে দেখলেন, এক দিনের তরেও বড় রাণীকে সুখী হতে দিলেন না, আমি জননীকে কিছুই বুঝালেম না, প্রমদার প্রতি তার স্নেহের পুনঃসঞ্চারের কোন উপায় করলেম না, মাতাঠাকুরাণীর বৈরভাব দিন দিন বাড়তে লাগলো। ছোট রাণীর নবীন প্রেমে আবদ্ধ হলেম, ভ্ৰমেও বড় রাণীর তুর্গতির দিকে দৃষ্টিপাত কত্তেম না, তখন ভবিষ্যৎ ভাবতেম না, ছোট রাণীকে লয়ে দিন যামিনী যাপন কত্তেম । ও জগদীশ্বর ! আমি অবশেষে কি মূঢ়ের কৰ্ম্ম করেছিলেম । বড় রাণী মনোবেদনায় আচ্ছন্ন হলেন, পাপ পৃথিবী পরিত্যাগের বিধান করলেন। জননী গিয়েছেন, ছোট রাণী গিয়েছেন, আমিই কেবল বড় রাণীর মৰ্ম্মান্তিক যন্ত্রণার প্রতিফল ভোগ করচি । আহ ! আমি যদি এরূপ ব্যবহার না কত্তেম, আমি আপনার বিবাহের উদ্যোগ না করে এত দিনে রাজপুত্রের বিবাহের উদ্যোগ কত্তে পারতেম। প্ৰাণেশ্বরি, তুমি অতি ধৰ্ম্মশীলা, পতিপরায়ণ, তুমি স্বর্গে গিয়েছ, তোমার কাছে অামি ক্ষমা প্রার্থনা করি । আমার পাপের প্রায়শ্চিত্ত নাই, অামার নরকেও স্থান হবে না । সকলে পাগল হয়েচে, নতুবা এমন নরাধমের বিবাহের কথা উল্লেখ করে ? অামি কি আর কোন রমণীর পাণিগ্রহণে সাহসী হই । ওরা বিয়ের উদ্যোগ করুক, আমি তুষানলের আয়োজন করি । বিদ্যাভূষণের কন্য। দেশবিখ্যাত সুন্দরী, তাহার স্বভাব অতি সরল, আমি কি এমন পবিত্র নারীরত্ব গ্রহণ করে, তাহাকে যাবজ্জীবন তুঃখিনী কত্তে পারি ? কামিনীকে দেখলে আমার মনে বাৎসল্য ভাব উদয় হয় । ও ! কি মনস্তাপ । ( চিন্তা )