পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bró দীনবন্ধু-গ্রন্থাবলী সুবিবেচক হও, তুমি মেয়েমানুষ, তোমার দশ হাত কাপড়ে কাছা নাই— মুর । কি বলবে বলে এত ভূমিকার আবশ্যক কি ? বিদ্যা । না, না, ন, ভাল বোধ হচ্চে না, একি এর পর একটা জনরব হওয়ার সম্ভাবনা –তুমি ও হাঘরে ছোড়াকে বাড়ী আসতে দিও না, কোন দিন কি সৰ্ব্বনাশ করে যাবে, ওরা অনেক গুণ জ্ঞান জানে, সোণ বলে পেতল বেচে যায় । সুর । কথার রকম দেখ–পাগল হয়েচ নাকি—অমন সোণার চাদ ছেলে, কাৰ্ত্তিকের মত রূপ, লক্ষ্মণের মত স্বভাব, ওকে হাঘরে বলচে।– বিদ্যা । তাঘরে নয় তো কি, ওর হাতের তেলোয় দেখতে পাও না অালতী মাখান ? সুর। যে যারে দেখতে নারে, সে তারে হাটনায় খোড়ে । তার হাতের তেলোর বর্ণ ই ঐ, তার তালিত দিতে হয় না, জবা ফুলে হিঙ্গুল আর পদ্মফুলে আলতা মাখালে, তাদের রূপ বাড়ে না । বিদ্যা । সৰ্ব্বনাশ হয়েছে, একেবারে সবর্বনাশ হয়েছে,— হাঘরে ছোড়া তোমারে জাতু করেছে । শুনলেম এক মাগী হাৰ্ঘরে তার মা, সে মাগী কারে সঙ্গে কথা কয় না ; লোকের সৰ্ব্বনাশ করবে, তার মনন, কথা কবে কেন ? তোমাকে আমি বরাবর মান্ত করে থাকি, কিন্তু এই বার আমার কথাটি রাখতে হবে—আচ্ছা তুমি রাজাকে মেয়ে না দেও, নাই দেবে, ও হাঘরের ঘরে দিতে পারবে না—তা হলে আমার জাত যাবে, অামায় একঘরে করবে । সুর । আমি আটাসে খুকী নই ; তোমার কোন বিষয়ে ভাবতে হবে না—আমি দেখিচি কামিনীর নিতান্ত ইচ্চে হয়েচে, তপস্বীকে বিয়ে করে, কামিনী এক প্রকার প্রকাশ করেচে,