পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তপ । চতুর্থ অঙ্ক প্রথম গর্ভাঙ্ক তপস্বিনীর পর্ণকুটির তপস্বিনীর প্রবেশ তিমিরে ডুবায়ে পৃথ্বী যায় দিনমণি, মিহির-মোহিনী ছায়া পায় শুভ দিননলিনী সতিনীমুখ—সাপিনীর ফণা— হেরিতে হবে না আর—আনন্দে আদরে, আমার আমার বলি, বাহু পসারিয়া আলিঙ্গন করে নাথে, সাগরে গোপনে । কুমুদিনী বিরহিণী, বিষণ্ণ বদনে, ভাবিতেছিলেন প্রাণপতি আগমন, সহসা প্রফুল্লমুখী, আনন্দে অধীর হেরে শশধর স্বামী—স্বামীর বদন, রমণীরঞ্জন, হেরে মন পুলকিত, যাহার মাধুরী পতিপরায়ণ নারী দিবা বিভাবরী দেখে মনের নয়নে । এই তো সময় যবে বিহঙ্গমকুল— আকুল আঁধারে- করি ঘোর কলরব কুলায়ে লুকায় রাখি হৃদয়ে শাবকে ; বিলে বিলে বিচরণ করি বকবিলি, উড়িয়া অম্বর পথে—শ্বেতশতদল মালা যেন পীতাম্বর গলে সুশোভিত— বিটপী আসনে বসে নীরব বদনে ; চক্রবাকী অভাগিনী, অনাথিনী হয়— সজোরে রজনী আসি কেড়ে লয় পত চক্রবাকে, নিরঙ্গয় সতিনী সমান—