পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

% oხr দীনবন্ধু-গ্রন্থাবলী রতি । লাল দিগিতে যাবেন না, মাচ মরে যাবে, ও গুড় নয়, আলকাতরা । জল । তুই আমার বাবা, তোর মালতী আমার মা, আমার চোদ পুরুষের মা, তোর পায় পড়ি বাব আমারে ছেড়ে দে, আমি আর কখন কোন মেয়েকে কিছু বলবো না— আমাকে ছেড়ে দাও, আমি খোচার হাত এড়াই । রতি । তা হলে রাজার পীড়ার উপশম হয় কেমন করে ? জল । সে অনুমতিপত্ৰখান ছিড়ে ফেল, আপোদ যাক । রাজা, বিনায়ক ও মাধবের প্রবেশ মাধ। এ যে নতুন সদাগরি দেখ চি ; এ কি জানোয়ার ? এর নাম কি ? রতি । মহারাজের এই অনুমতিপত্রে সকল ব্যক্ত হবে । ( অমুমতিপত্র দান ) রাজা । আমার অনুমতিপত্র –বিনায়ক পড় দেখি । বিনা । ( অনুমতিপত্র পাঠ ) সুপ্রতিষ্ঠিত শ্রীরতিকান্ত সদাগর কুশলালয়েযু যে হেতু অপ্রকাশ নাই যে, মহারাজ রমণীমোহন রাজকাৰ্য্য পরিহার পুরঃসর সতত নিজনে ক্ষিপ্তের ন্যায় রোদন করেন, রাজকবিরাজ দক্ষিণরায় ব্যবস্থ দান করিয়াছেন, আরবদেশোস্তব “হেঁদোলকুঁতকুঁতে”র বাচ্চার তৈল সেবন করিলে, মহারাজের রোগের প্রতীকার হইতে পারে, অপ্রকাশ নাই যে, আরব দেশ ভিন্ন অন্য স্থানে হেঁদোলকুঁতকুতের বাচ্চা পাওয়া যায় না। অতএব তোমাকে লেখা যায়, এই অনুমতি পত্র প্রাপ্তি মাত্র তুমি আরব দেশে গমন করিবে, আর যত দিন হেঁদোলকুঁতকুতের