পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$२० দীনবন্ধু-গ্রন্থাবলী বিদ্যা। মহারাজ, হাঘরের মিষ্ট কথায় ভুলবেন না, ঐ দেখুন বেল্লিক ব্যাটার হস্তে আলতা মাখা । রাজা । ( বিজয়ের হস্ত ধারণ ) কোই, কোই ? ( দীর্ঘ নিশ্বাস ) গুরু । মহারাজ, সিংহাসনে উপবেশন করুন—এ কি, এ কি, মহারাজের শরীর রোমাঞ্চিত হয়েচে, বদনমণ্ডল মলিন হয়েচে– রাজা । জগদীশ্বর ! বিদ্যাভূষণ, যদ্যপি তোমার ব্রাহ্মণীর এবং কামিনীর মত হইয়া থাকে তবে এমন সুপাত্র পাত্রে কন্যা দান কত্তে অমত করা কখন উচিত নয় । বিদ্যা । মহারাজ বলেন কি, ও কখন তপস্বী নয়, ও হাঘরের ছেলে—বিবাহের নাম করে হাঘরে মাগী কামিনীকে লয়ে যাবে, তার পরে কোন সহরে গিয়ে বিক্রয় করবে। রাজ। আমার বিবেচনায় কামিনী যেমন পাত্রী, বিজয় তেমনি পাত্র ; কামিনী যদি আমার কন্যা হতো আমি বিজয়কে দান কত্তেম | বিদ্যা । মহারাজ বলেন কি, আপনাকেও জাছ কল্যে নাকি ? আপনি হাথরের হস্ত স্পর্শ করে ভাল করেন নি । হা পরমেশ্বর, এমন আশা দিয়ে নিরাশ কল্যে—হয়েছে, আমার রাজশ্বশুর হওয়া হয়েছে ! রাজা । বিদ্যাভূষণ, আমি স্ত্রী পুত্র হত্যা করিছি, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত হেতু কল্য বনে গমন করবো ; সংসার করা দূরে থাকুক সংসারে আর ফিরে আসবো না। আমি বড় রাণীর বিরহে ব্যাকুল হইয়াছি, আমি আর জনসমাজে থাকবে না। আমার পরামর্শ গ্রহণ কর, কামিনীকে এই মনোহর পাত্রে সম্প্রদান কর ।