পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b- দীনবন্ধু-গ্রন্থাবলী রাজী। আমি ভ্যাড়া ছিলেম না তোমরা বানালে । কেশ ৷ ঘটক যা বলেছিল সত্যি রে, খুব রসিক। ভুব। বাসরঘর রসের বৃন্দাবন, যার মনে যা লাগে তিনি তা কর । নসি । ষোলো শ গোপিনী একা মাধব । রাজী “কাল বলে কাল মাধব গ্যাছে, সে কালের আর কদিন আছে ।” প্রথম বালক । বা রসিক, কানমলা খাও দেখি । ( সজোরে কান মলন ) রাজী । উঃ বাবা । ( সজোরে কান মলন ) লাগে মা— ( সজোরে কান মলন ) মলেম গিচি—( সজোরে কান মলন ) মেরে ফেললে—( নাক মলন ) দম আটকালো, হঁাপিয়েচি মা, ও রামমণি । সকলে । ও মা এ কি । ভুব। রামমণি কে গো ? কানমলা খেয়ে এত চেঁচানি, ছি, ছি, ছি, এমন বর, এই তোমার রসিকতা । রাজী । কান দিয়ে যে রস গড়িয়ে পড়ে, না চেচিয়ে করি কি । ভুব। কামিনী কোমল কর কিবা কানমলা, নলিনীর মূল কিবা নবনীর দলা । রাজী। আমি কৌতুক করে চেচিয়েচি। ভুব। বটে, তবে তোমাকে নবনী খাওয়াই । (কান মলন ) রাজী । উঃ উঃ বেশ রূপসি। (কান মলন ) মলুন, বেশ, সুন্দরীর হাত কি কোমল ! ভুব। না, রসিক বটে। কেশ । একটি গান কর দেখি ।