পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©& দীনবন্ধু-গ্রন্থাবলী কৌতুক রঙ্গিণী রসময়ী রামাগণ, বেহায়া বলিবে মোরে ঠারিয়ে নয়ন, সবে না সরল মনে কৌতুক কঙ্কর, আজি কাস্ত শাস্ত হও দেখে বাম কর, ( বাম হস্ত দর্শায়ন ) রাজী । আহা কি দেখলেম, মরে যাই, রূপের বালাই 死烈一 রত{ । রাজী । তড়িত তাড়িত বর্ণে তড়াগজ মুখ, উল্টা কড়া সম যোড়া কুচ যোড়ে বুক, স্বশ্ৰাব্য অমৃত বাক্যে জুড়াইল কর্ণ, অদ্যাবধি ঋণগ্রস্ত আমি অধমৰ্ণ । তোমার গ্রথিত ছড়া রহস্তের কুয়া, আমি বুড় মূঢ় কবি করি হয়। হয়, তৃত্যের বাৰ্দ্ধক্যে যদি না কর ধিক্কার, স্বকৃত মন্থণ পদ্য করিব ন্তকার। কবিতা কানাই তুমি রসের গামলা, ছলনা কর না মোরে দেখিয়ে অবলা । বলে বলে নিজ পণ্ঠ এক তার তাল, গুনিয়ে মোহিত হোক মহিলার প্রাণ । পরিতি তুল্য র্কাটাল কোষ। বিচ্ছেদ আটা লেগেচে দোষ ॥ পঙ্কজ মূল ভাল কি লাগে। কণ্টক নাগ না যদি রাগে ॥ চাকের মধু মিষ্টি কি হৈত। মৌমাচি খোচা না যদি রৈত ॥ আইল বিষ পীযুষ সঙ্গে। অঙ্কিত মৃগ সোমের অঙ্গে ॥