পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্রন্থাবলী —এ সভাটি না হলে অসংখ্য যুবক স্বরাপানে প্রবৃত্ত হয়ে অকালে মৃতু্যগ্রাসে পতিত হতো । নিম । রোগের ভয়ে মদ না খাওয়া অথবা ধরে ছেড়ে দেওয়া অতি ভ’রুতর কৰ্ম্ম — —“To be weak is miserable Doing or suffering.” তোমার সঙ্গে সভাপতি খুড়োর পরিচয় আছে ? নকু আছে । নিম । তাকে বলে পাঠাও, পরিণয়-নিবারিণী নামে একটি শাখ। সভ স্থাপন করুন । নকু। পরিণয়ের অপরাধ ? নিম । ইতিবৃত্ত খুজে খুজে দেখা যাচ্চে কতিপয় বিবাহিত কামিনী পতিকে প্লনটন দেখয়ে উপপতি করেছে এবং হুই একটি দৃষ্টান্ত পাওয়া যায় যাতে পত্নী কর্তৃক পতি বিনাশিত হয়েছে— সুতরাং বিবাহট অতি ভয়ঙ্কর, বিবাহ প্রচলিত থাকাতে অস্মদেশে কত বিস্তাবিশারদ দেশহিতৈষী যুবক কামাতুর কামধুরার হস্তে অকালে মানবলীল। সংবরণ করিতেছেন ; কত যুবক, র্যহাদের বিদ্য, বদান্তত, দেশানুরাগিতা, সাহস, বঙ্গভূমর মুখোজ্জ্বল করিতেছিল, র্যাহাদিগকে বঙ্গদেশের সভ্যতার সেনাপতি পদে অভিষিক্ত করণের আয়োজন হয়েছিল, র্যাহারা বঙ্গসমাজের কুসংস্কারকলাপ নিরাকরণের সন্ত্রপায় অবলম্বন করিতেছিলেন, সেই সকল যুবক স্বীয় বিবাহিত বনিতার ব্যভিচার দৃষ্টে ভগ্নোন্তম হয়ে একেবারে অকৰ্ম্মণ্য হয়ে পড়েছেন ; কত যুবক রমণীর কুচরিত্রজাত তুঃসহ ক্রোধানল মনে রাখিয়া যেমন চেয়ারে উপবেশন করিতেছিলেন, অমনি হুস করে অনলশিখা হয়ে পুড়ে মরেছেন । যখন দেখা যাইতেছে বিবাহ দ্বারা এবংবিধ বিবিধ অনিষ্ট ঘটিতেছে, তখন বিবাহ হইতে আবষ্টে হওয়া সৰ্ব্বতোভাবে কৰ্ত্তব্য ।