পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সধবার একাদশী & নকু। তুমি ঠাট্টা কর আর যা কর, আমি এ সভার কখন নিন্দা করবে না । নিম । দেখ দেখি বাবা, আস্পৰ্দ্ধার কথা দেখ দেখি, মদ খেয়ে পীড়া হয় বলে মদ ত্যাগ কত্তে হবে –পীড়া হয়, প্রতীকার কর, মেডিকল সায়ান্স হয়েচে কি জন্তে ? পীড়া আরাম করে আবার খ, বিচ্ছেদ-মিলনের সুখ পাবি– “Rich the treasure, Sweet the pleasure, Sweet is pleasure after pain.” নকু। তুই দেখিস আমি ত্বরায় সভায় নাম লেখাব ৷ নিম । বাবা ব্রাণ্ডির ভাটিতে না চোয়ালে তোমার ক্ষুধা হয় না ; তুমি নাম লেখালে, সাড়ে তিন হাত ভূমির মেরিসি পাট্ট নিতে হবে । নকু। কেন রামন্থন্দর বাবু বিশ বৎসর একাদিক্রমে মদ খেয়েছেন, এখন মদ ছেড়ে দিয়ে সুরাপান-নিবারিণী সভার সভ্য হয়েছেন, সভ্য হয়ে তিনি ত বেশ আছেন । নিম । তার ত সভ্য হওয়া নয়, জাবরকটিা—তিনি বিশ বৎসরে যে কারগে বোঝাই নিয়েচেন, বিশ বৎসর যাবে হজম কত্তে—তিনি সভায় বসে মদের জাবর কাট্‌ছেন । ( ভঙ্গির সহিত জাবর কাটন । ) অটলবিহারীর প্রবেশ এস আমার মাখনলাল, মদের গোপাল, এস। অট । এ ব্যাটা খুব খেয়েছে বুঝি ? নকু। কেবল গৌরচন্দ্রিক ভেজেছে । নিম । পালা আরস্ত করি । ( মদ্য পান ) অটল বাবা এক সিপ নাও— অট । আমি মদ খাব না, সকলেই বলে একবার ধল্পে আর wo