পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

She দীনবন্ধু-গ্রন্থাবলী নিম । ব্যাটা খাবেন ব্রাণ্ডি, মন্ত্রের ধুম দেখ, ভাদ্রব'য়ের কাছে শোবেন, মাজে একটা বালিস দিয়ে—দে ব্যাটা গেলাস দে—( গেলাস গ্রহণ ) আট । না হে দাও । ( গেলাস দান ) রাম। বাণ্ডিল খাইমু তো বতোল চিবায়ে খাইমু । ( বোতলের কানায় মদ্য পান ) ছাহে! দ্যাহে, বতোলে কি কিছু রাক্চি–হুকন ৷ অট। দেখ ভাই, ব্যাটা এতক্ষণ চালাকি কচ্যেলো— বাঙ্গালকে চেন ভার— রাম । বাঙ্গাল বাঙ্গাল কর ক্যান ? বাঙ্গাল সায়োরে ভাসে আস্চে নাহি ? বিক্রমপুর কলকত্ব আন্ট দিনের ব্যবধান, ক্যাবোল নিকট, ব্যাস্কোম কি ? ভোলা । বাঙ্গাল, পুটি মাচের কাঙ্গাল— বাঙ্গাল, গঙ্গাজলের কাঙ্গাল, বাঙ্গাল, ডেঙ্গা পথের কাঙ্গাল, বাঙ্গাল, ভাল কথার কাঙ্গাল— রাম । পুঙ্গির পুত, কেড ! হিটুকাইচেন আর খ্যাপাইবার লাগ চেন্‌—দ্যাশে হইতে, প্যাটে পারা দিয়া জিহবাডা টানে বাইর করতাম, আর অমাবস্তা দেকতেন—হাল গর্বস্রাব, হুয়ার, বল্লক, বুত । - অট । রামমাণিক্য, আর এক গেলাস খা । রাম । ( মদ্যপান করিয়া ) প্যাট পোরে—জালতো । দগদে লোঙ্ক নি আছে । নিম । ক’রে নিতে পার যদি ৷ রাম। বাজ মোটোর ? অট। দূর ব্যাট বাঙ্গাল, এ কি ভুনোর দোকান ? রাম । হালা দুইটা মোটোর দিবার পারেন না, ক্যাবোল বাঙ্গাল কইবার পারেন ।