পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নীল-দর্পণ २७ আত্রী। মোর কাছে ছোট হালদার্ণির মুখি খোই ফুটুতি থাকে—মেয়েড গড় কল্লে, তা বাচো মরে একটা কথাও কলে না । সৈরি। বালাই যেটের বাছ—আঞ্জুরী, যা ঠাকুরুণকে ডেকে আন গে । আন্ধুরীর প্রস্থান পোড়াকপালি কি বলিতে কি বলে তা কিছু বোঝে না,—ক মাস হলো ? রেবতী । ও কথা কি আজো দিদি পরকাশ করিছি। মোর যে ভাঙ্গা কপাল, সত্যি কি মিথ্যে তাই বা কেমন করে জানবো । তোমরা আপনার জন তাই বলি—এই মাসের কড দিন গেলি চার মাসে পড়বে। সর। আজো পেট বেরোয় নি । সৈরি। এই আর এক পাগল, আজো তিন মাস পুরি নি ও এখনি পেট ডাগর হইয়াছে কি না তাই দেখচে । সর। ক্ষেত্ৰ তুমি ঝাপট তুলে ফেলেছ কেন ? ক্ষেত্র । মোর ঝাপটা দেখে মোর ভাশুর বড় থাপা হয়েলো, ঠাকুরুণিরি বল্পে ঝাপট। কাটা কস্বিদের আর বড়নোকের মেয়েগার সাজে। মুই শুনে নজায় মর্যে গ্যালাম, সেই দিনি ঝাপটা তুলে ফ্যাললাম। সৈরি । ছোট বউ, যাও দিদি কাপড়গুনে তুলে অান গে, সন্ধ্যা হলো । আহাঁর গুন প্রবেশ সর । ( দাড়ায়ে) আয় আক্কুরী ছাদে গিয়ে কাপড় তুলি ।