পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રે8 দীনবন্ধু-গ্রন্থাবলী আন্ধুরী । ছোট হালদার আগে বাড়ীই আসুক, হা, হা, হা, হা । সরলভার জিব কেটে প্রস্থান সৈরি । (সরোষে এবং হাস্তবদনে ) দূর পোড়াকপালি, সকল কথাতেই তামাসা—ঠাকুরুণ কই লো— সাবিত্রীর প্রবেশ এই যে এসেছেন । সাবি। ঘোষবউ এইচিস, তোর মেয়ে এনিচিস বেশ করিচিস্—বিপিন আবদার নিচুলো তাকে শাস্ত কর্যে বাইরে দিয়ে এলাম । রেবতী । মাঠাকুরুণ পর্ণাম করি। ক্ষেত্র তোর দিদি মারে পরণাম কর । ক্ষেত্রমণির প্রণাম সাবি । সুখে থাক, সাত বেটার মা হও—( নেপথ্যে কাশি ) বড় বউ মা ঘরে যাও, বাবার বুঝি নিদ্রা ভেঙ্গেছে— আহা ! বাছার কি সময়ে নাওয়া আছে না সময়ে খাওয়া আছে, ভেবে ভেবে নবীন আমার পাতখানি হয়ে গিয়েছে— ( নেপথ্যে “আহুরী” ) ম যাও গো জল চাচ্চেন বুঝি । সৈরি । ( জনাস্তিকে অাকুরীর প্রতি ) আক্কুরী তোরে ডাক্‌চে। আহুরী। ডাক্‌চেন মোরে, কিন্তু চাচ্চেন তোমারে। সৈরি। পোড়ার মুখ–ঘোষদিদি আর এক দিন আসিস। সৈরিন্ধীর প্রস্থান