পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\ყ\ყy দীনবন্ধু-গ্রন্থাবলী কেন । তুমি বুঝি কিছু বল নি, এখন ভাল মানুষ হচ্চেন । কাঞ্চ । আমি কি বলেছিলেম ? কেন । তুমি জিজ্ঞাসা কল্যে, কত টাকা মাইনে পাও, আমি বল্যেম, দু শ টাকা, তুমি বলে, “তোমার মত ডেপুটি আমার কোচ ম্যান আছে,” তাতেই ত তোমার দাসী আস্কার পেলে— জেলায় হলে কেমন দাসী দেখাতেম । নিম । কাঞ্চনের সঙ্গে আলাপ ছিল ? কেন । আমি বাগানে দেখেছিলেম, সেখানে অনেক লোক ছিল, কিছু বলতে পারি নি, তাইতে এক দিন বাড়ীতে গিয়েছিলেম, বিস্তু এক দিন বই আর যাই নি – নকু। আবার কি কত্তে যাবে, হু কোর জল খেতে ? কেন । কাঞ্চন, তুমি বেশ গাইতে পার— নিম । ছি, ছি, ছি ঘটিরাম, তুমি নিতান্ত অসভ্য, তোমার কিছু মাত্র সামাজিকত নাই। উনি ত্ৰিদশাধিপতির প্রধান নর্তকী, শাপভ্ৰষ্টে ধরণী:ধামে বারবিলাসিনীরূপে জন্মগ্রহণ করেছেন, ওকে তুমি “কাঞ্চন” বলে সম্বোধন কল্যে । নকু। “কাঞ্চন বাবু” বলা উচিত ছিল । কেন । বাবু তো স্ত্রীলোকের খাটে না, ব্যাকরণ দেখুন। নকু। আপনার খুব তো ব্যাকরণ বোধ । কেন । আমাদের কাছারিতে মেয়ের নামেতে মুসন্মৎ দেয়, আমি তবে তাই বলি । নিম । কেন, আমাদের বঙ্গভাষায় কি তুর্ভিক্ষ হয়েছে, তাই তুমি যাবনিক ভাষার নিকটে ভিক্ষ চাচ্চে ? তুমি ব্যাকরণ পড়েছ, বাবু শব্দটি স্ত্রী করে নিতে পার না ? কেন । বাবু বাবুনী— নিম । হাবু হাৰুনী,ঘটিরাম ঘটিরামিনী । কেন । কেন, বাবু বাবুনী হয় না ? নিম । সাধু শব্দের স্ত্রী কি ?