পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী عيوي পৌত্র নদেরচাদের জোটাজোট করিচি—আপনি রাগান্ধ হয়ে কতকগুলি অমূলক দোষারোপ করলেন, কিন্তু দোষ থাকলেও কুলীনসস্তান দূষিত হয় না, সকল দোষ কুলমৰ্য্যাদায় ঢেকে যায় । চন্দ্রের কলঙ্ক আছে বলে কি চন্দ্র কারে কাছে অপ্রিয় হয়েচে ? হর । আহা হা ! ঘটকরাজ যথার্থ বলেচো— শ্ৰীনাথ অতি নিৰ্ব্বোধ—নব্য সম্প্রদায়ের কোনটিই বা নন—তাতেই এমন সম্বন্ধের বিস্তু করচেন। ওহে পুরাকালে দেবতার সমক্ষে সন্তান বধ করে স্বগীয় মহোদয়ের পরকালের মুক্তি লাভ করেচেন। শ্ৰীনাথ, আমি কন্যাকে বলিদান দিচ্চি না । শ্রীন । জবাই কচ্চেন । হর । তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি দূৰ হও । নবীন সম্প্রদায়ের অনুরোধে অনেক করিচি—মেয়ে অনেক কাল পর্য্যন্ত আইবুড়ে রেখেচি, পণ্ডিত রেখে লেখা পড়৷ শেখাচ্চি—ঢের হয়েছে, আর পারি নে—ঘটক মহাশয় আপনি কারো কথা শুনবেন না। আপনি নদেরচাদকে জামাতা করে দিয়ে আমার মানব জনম সফল করুন । ঐীন । বাবুরাম কর কাম কথা কইবে কে ? চাদেরে বিধিতে ধোন৷ ধন্থক ধরেচে। সরোষে শ্ৰীনাথের প্রস্থান । ঘট । আপনি অনেক সহ করেন । হর । শ্ৰীনাথ আমার সম্বন্ধী—ব্রাহ্মণী মৃত্যুকালে শ্ৰীনাথকে আমার হাতে হাতে দিয়ে যান—শ্ৰীনাথ আমার মঙ্গলাকাঙ্ক্ষী, তবে কিছু মুখফেঁাড় । ঘট। ওঁকে সকলেই ভাল বাসে—শ্রীরামপুরে বাবুদের বাড়ীতে সতত দেখতে পাই, রাজাদের বাড়ীতেও যথেষ্ট প্রতিপন্ন। দাড়ি রেখেচেন কেন ? -