পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जौलांबडौ & S. হেম । সই তোমার সই যেন বড়াই বুড়ী। শার । তুমি ত পদ্মের কুঁড়ী সেই ভাল । হেম । উনি আমায় দেখতে পারেন না। শার। দেখতে পারি কি না দেখতে পেলে বুঝতে পাত্তেম । হেম । উনি আমায় আটকুড়ীর ছেলে বলে গাল দেন । শার। দেখলি ভাই কথার শ্রী দেখলি—উনি ভাবচেন রসিকতা কচ্চি । লীলা। হেমবাবু, স্বামী দেবতার স্বরূপ, স্ত্রী কি কখন স্বামীকে অনাদর কত্তে পারে ? বিশেষ সই আমার বিদ্যাবর্তী, বুদ্ধিমতী, ওঁর মুখ, দিয়ে কি কখন অমন কথা বেরুতে পারে ? হেম । পারে কি না পারে তোমায় দেখাতে পারি—তুমি সই বলে ওঁর দিকে টানচো— শার। সই তোমাকে “আপনি আপনি” বলে কথা কইলে আর তুমি সইকে “তুমি তুমি” বলে কথ। কচ্চো— ভদ্রলোকের মেয়ের সঙ্গে কেমন করে কথা কইতে হয় তা তো জান না, কুলস্ত্রীকে কিরূপ সন্মান কত্তে হয় তা তো শেখ নি— কেবল আমায় জ্বালাতন করতে শিখেছিলে— হেম । আজ থেকে তোমায় আমি “আপনি আপনি” বলবো, “আপনি আপনি” কেন, “মহাশয় মহাশয়" বলবো— “শিরোমণি মহাশয়” বলবো—শিরোমণি মহাশয় ! প্রাতঃপ্রণাম—- শার। দেখলি ভাই ভাল কথা বলুমি, ওঁর পরিহাস হলো । হেম। বাপ রে, শিরোমণি মহাশয়কে আমি কি অতুচ্ছ কত্তে পারি ? · লীলা । তুচ্ছ কত্তে পারেন ।