পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী 伊》 ঘা ধুইয়ে দেন আর সেই বাবুকে গাল দেন—বাবু বাসায় গিয়ে মরে থাকবে । বলেন তোর তো আর ঘরের মাগ নয়, গিয়েচিই বা । - ক্ষীরো । পোড়া কপাল, যার তিন কুলে কেউ নাই সেই গিয়ে অমর ছেলের হাতে পড়ুক—দেশে আর ছেলে মিল্লো না, নদেরচাদের সঙ্গে সম্বন্ধ কল্যেন ! শার। কিন্তু বউ, সইম নাই, কাজেই তোমার কাছে আমায় সকল কথা বলতে হয়, সই প্রতিজ্ঞ করেচেন ললিতমোহনকে বিয়ে করবেন, ললিতের সঙ্গে বিয়ে হয় ভালই, নইলে উনি আত্মহত্যা করবেন, স্বয়ং কামদেৰ এলেও বিয়ে করবেন না— - ক্ষীরে । ও মা সে কি কথা, এমন অণজগবি প্রতিজ্ঞ ত কখন শুনি নি—ললিতকে ঠাকুর লালন পালন কচ্চেন, ললিতের বিদ্যার গৌরবে তিনি তাকে আমার প্রাণেশ্বর অপেক্ষাও ভাল বাসেন, তিনি তাকে পুষ্ঠ্যিপুত্র করবেন, তাকে র্তার সমুদায় বিষয় দেবেন---আর সেই বা লীলাকে বিয়ে করবে কেন ? তার অতুল ঐশ্বৰ্য্য, জমিদারি, এত বড় বাড়ী আগে, ন লীলাবতী আগে ? তাতে আবার ভোলানাথ চৌধুরী র্তার বিষয়শুদ্ধ পরমাসুন্দরী কন্যা দান কত্তে চেয়েচেন— লীলা । তার মাথায় চুল নাই । ক্ষীরে । আহা দিদি চারটি চুলের জন্তে কি বড় মানষের মেয়ের বিয়ে বন্দ থাকবে ? শার। বউ তুমি এক বার কৰ্ত্ত মহাশয়কে ডেকে অমুরোধ কর—সয়ের মনের কথা সব তাকে খুলে বলে— লীলা । আমি রঘুয়াকে ডেকে পাঠাই । [ লীলাবতীর প্রস্থান । ক্ষীরে । অামি এক বার ছেড়ে দশ বার অনুরোধ কত্তে পারি, কিন্তু কোন ফল হবে না, তেমন কৰ্ত্ত নন, যা ধরবেন ১২