পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৫৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লীলাবতী । ১৩১ ক্ষীরে । ভয় কি দিদি—অামি তোমায় ছেড়ে কোথা যাব—-চুপ কর কেঁদ না— লীলা । পুস্থ্যি পুত্র নিলেন নিলেন তাতে ক্ষেতি কি—দাদা যখন বাড়ী আসবেন তখনি আমাদের আনন্দ, তা যত ইচ্ছে তত কেন পুষি পুত্র নেন না । শারদার প্রবেশ । শার । যে ছেলেটি পুস্থ্যি পুত্র করবেন, তাকে এ বাড়ীতে রাখবেন না, তাকে আপাততঃ তার মায়ের কাছে রাখবেন, তার পর তাকে একখানি বাড়ী করে দেবেন—এ বাড়ী বয়ের নামে লিখে দেবেন। ক্ষীরে । আমার বাড়ীতে প্রয়োজন কি—যাকে নিয়ে বাড়ীর শোভা তাকেই যখন পেলেম না তখন বাড়ীতেই বা কাজ কি, আমার বাড়ীতে থেকেই বা কাজ কি—আমার প্রাণকাস্তকে আমি যদি পেতেম আমার গাছতলায় স্বৰ্গপুরী হতো । লীলা । পুষি পুত্র এ বাড়ীতে রাখবেন না, পাছে আমরা কিছু মন্দ করি—জগদীশ্বর আমাদের দুঃখিনী করেচেন কত যন্ত্রণা সইতে হবে । ক্ষীরো । পুস্থ্যি পুত্র এ বাড়ীতে থাকলেও আমি কিছু করবে না, না থাকলেও আমি কিছু করবে না, আমি জন্মের সোদ এ বাড়ী ছেড়ে যাচ্চি—কাল এক দিকে পুস্ত্যি পুত্র লওয়া হবে অণর দিকে হতভাগিনী গঙ্গায় বাপ দেবে—আমি কি আর এ পুরীতে থাকতে পারি—পুস্তি পুত্রের নাম শুনি আর প্রাণ কেঁদে ওটে, পুষ্ঠি পুত্র লওয়া হলে কি আমি জীবিত থাকবে – শার। বউ তুমি পাগলের মত উতলা হয়ে কোন কাজ কর না, এখন আমরা যেরূপ দাদার আসবের আশা কচ্চি, পুস্তি পুত্র লওয়া হলেও সেইরূপ করবো—পুষ্যি পুত্র লওয়া