পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন । হৃৎকপ উপস্থিত হয় । উহারা নিশ্চয়ই পিশাচ, সমাজের কলঙ্ক এমং মানব নামের সম্পূর্ণ অযোগ্য ! এরূপ ক ক্ষে ভারতীয় সমাজে পূর্ণ শক্তিতে বিরাজ করিতেছে, 密” পরিতাপের বিষয় ! হায় ! বিধাতার অপূর্ব স্বস্ট এই মামঞ্চ নিচয়ের প্রকৃতিও অপূর্ব ! তাহা না হইলে, মানব, দানব, দেবতা ও গন্ধৰ্ব, যে প্রাণীই হউক না কেন, জন্ম-ভূমির প্রফুল্ল মুখ-দর্শনে, কাহার হৃদয় না আনন্দে উৎফুল্ল হয় ? এই অপূর্ব প্রাণীগণের অদ্ভূত কাৰ্য্য-কলাপে, ‘নমো নমো নমঃ, সুন্দরী মম, জননী জন্ম-ভূমিঃ,” এই মহাবাক্যটিও, এক্ষণে সম্পূর্ণ অমূলক বলিয়া প্রতিপন্ন হইতেছে ! হায় ! এই সকল দানবের করাল কবল হইতে, সমাজকে বিমুক্ত করার কি কোনও উপায় নাই ? মা ! তোমার আশ্র-বর্ষণ, আর আমার মৰ্ম্মান্তিক যাতনা কি, তবে আর বিদূরিত হইবে না ! অনন্তর নারায়ণ, এক পাগলিনীর বেশ ধারণ করিয়া, গ্রাম দেবগণের সমক্ষে উপস্থিত হইলেন । উক্ত দেবগণ পাগলিনীকে জিজ্ঞাসা করিলেন, “তোমার নাম কি ?” পাগলিনী উত্তল করিল, “আমার নাম হিংসা ; আমার নিতান্ত সৌভাগ্য যে, আপনাদের ন্যায় সন্ত্রান্ত লোকের অন্তঃকরণে একটুকু স্থান পাইয়াছি ; কাল-মহাক্স্যে এরূপ ঘটিয়াছে ; নীচ লোকের ংসর্গই আমি অধিকতর ভালবাসি ; আপনার বিশেষ আদব করিলেও, আমার যেন লজ্জামুভব হইতেছে ; আপনারা আমাকে এরূপ ভাবে আবদ্ধ করিয়া রাখিয়াছেন যে, আমি স্বেচ্ছাক্রমেও 2& :