পাতা:দেবগণের অভিনব ভারত দর্শন.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের অভিনব ভারত-দর্শন। বড় দায়, পরিধান-বসন মলিন, বড় দায়, বেঁচে থাকা, হ’য়ে নেত্রহীন, বড় দায়, এ সংসারে না থাকা জননী, বড় দায়, নিজ গৃহে মুখরা রমণী। এ কথাটি আমার পক্ষে বেশ খাটে। হায়! আমার যে ভয়ঙ্কর দায় উপস্থিত ! আমি যে কহিতেও পারি না, সহিতেও পারি না ; এক্ষণে কি উপায় করি ” বিমলা এবার মুখ বক্র করিয়া, একপ্রকার বিকৃতস্বরে বলিল, “আচ্ছ, আর श्राश्लानं জানতে হ’বে না, যে সুখে রেখেছেন, আবার সোণার গহনা, আবার “শোলোক আবিত্তি" কচ্ছেন।” যদুনাথ নিতান্ত নিরীহ প্রকৃতির লোক ছিলেন ; একটি কথাও বলিলেন না ; শয়ন করিয়া, নীরবে ক্ৰন্দন করিতে লাগিলেন। যদুনাথকে কাদিতে দেখিয়া, পিশাচীর একটুকুও দয়া হইল না ; শয়ন করিবার ছলে, যদুনাথকে শুনাইয়া, ফোস ফোস করিয়া বলিতে লাগিল, আমাকে আর সুখ করাতে হবে না, তোমার মায়ের যন্ত্রণা, ভগিনীদের কটু কথা, ভাইদের গালাগালি আর সইতে পারিনে ; আমি কালই বাপের বাড়ী যাব ; আমার বাপ মা চারটি ভাত অবশ্যই দিতে পারবেন। - যদুনাথ। বৃথা তাদের দোষ দাও কেন ? তুমিই ত দিবরাত্রি ঝগড় কর ; তাদের কথাবার্তা শোন না, ভগিনীদের খাওয়া পর। দেখতে পার না, তোমার জ্বালায় সকলেই অস্থির ; তুমিই সংসার উচ্ছন্ন করিলে । む 》