পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo মার্কলিখিত সুসমাচার। [৩ অধ্যায় । তদনন্তর তাহারা বাটতে গমন করিল, কিন্তু সে স্থানেও ২ • পুনৰ্ব্বার এমন জনতার সমাগম হইল, যে তাহারা ভোজন করিবার অবকাশ পাইল না । তাহাতে র্তাহার অন্তরঙ্গ ২১ লোকেরা এই সমাচার পাইয়া, সে হতজ্ঞান হইল, এ কথা কহিয়া তাহাকে ধরিয়া অভ্যানিতে গমন করিল । অপর যিৰূ– ২২ শালমন্তইতে আগত যে২ অধ্যাপক, তাহারা কহিল, এ ব্যক্তির সহায় ভূতপতি আছে, সেই ভূতপতিদ্বারা ভূতদিগকে ছাড়ায় । তাহাতে তিনি তাহাদিগকে ভাকিয়া দৃষ্টান্ত কথা- ২৩ দ্বারা কহিলেন, শয়তান কি প্রকারে শয়তানকে ছাড়াইতে পারে ? কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে ২৪ সে রাজ্য থাকিতে পারে না । এবং কাহারে পরিবার যদি ২৫ আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সে পরিবারও থাকিতে পারে না । তেমনি শয়তান যদি আপনার বিপক্ষে উঠিয় ২৬ ভিন্ন হয়, তবে সেও থাকিতে পারে না, কিন্তু উচ্ছিন্ন হয় । অণর প্রবল ব্যক্তিকে প্রথমে বন্ধন না করিলে কেহ তাহার ২৭ গৃহে প্রবিষ্ট হইয়া দ্রব্যাদি লুট করিতে পারে না ; কিন্তু তাহা করিলে তাহার গৃহের দ্রব্যাদি লুট করিতে পারে । অতএব আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, মনুষ্যের ২৮ সন্তানের যে সমস্ত পাপ ও ঈশ্বরের নিন্দ করে, তাহীদের সেই সকল অপরাধের ক্ষম হইতে পারে । কিন্তু যে কেহ ২৯ পবিত্র আত্মার নিন্দ করে, তাহার ক্ষমা কখনো হইবে না, সে অনন্ত দণ্ডের যোগ্য হইবে । তাহার অপবিত্র ভূত ৩৭ আছে, তাহদের এ কথা প্রযুক্ত তিনি এমত কহিলেন । পরে তাহার মাতা ও ভ্রাতৃগণ আসিয়া বাহিরে দণ্ডায়- ৩১ মান হইয়। র্ত হাকে ডাকিয় পাঠাইল । তাহাতে র্তাহার ৩২ নিকটে উপবিষ্ট লোকসমূহ তাহাকে কহিল, দেখ, বাহিরে তোমার মাতা ও ভ্রাতৃগণ তোমার অন্বেষণ করিতেছে । | 10