পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$63 মার্কলিখিত সুসমাচার। [১৪ অধ্যায় । তোমাদের নিকটে সতত থাকি না । উহার যথা সাধ্য ৮ তাহাই করিল ; কবর দেওনের অগ্ৰে আসিয়া অামার শরীরেতে তৈল মর্দন করিল । আমি তোমাদিগকে য- ৯ থার্থ কহিতেছি, জগৎ সমুদয়ের মধ্যে যে২ স্থানে এই সুসমাচার প্রচারিত হইবে, সেই২ স্থানে এই স্ত্রীর স্মরণার্থে এই কৰ্ম্মের কথাও প্রচারিত হইবে । পরে দ্বাদশ শিষ্যের মধ্যে ঈস্করিয়োতীয় যিহুদ নাম- ১ • ক এক জন যীশুকে পরহস্তগত করিবার নিমিত্তে প্রধান যাজকদের নিকটে গেল । তাহার কথা শুনিয় তাহারা ১১ তুষ্ট হইয় তাহাকে মুদ্র দিতে স্বীকার করিল ; তাহাতে সে র্তাহাকে তাহদের হস্তগত করিবার জন্যে সুযোগ চেষ্টা করিতে লাগিল । পরে তাড়ীশূন্য রুটার পর্বের প্রথম দিবসে অর্থাৎ যে ১২ দিনে নিস্তারপর্বের মেষশাবককে বধ করিতে হইবে, সেই দিনে শিষ্যেরা র্তাহাকে জিজ্ঞাসা করিল, আমরা কোথায় যাইয়া নিস্তারপর্বের ভোজের আয়োজন করিব? আপনকার ইচ্ছা কি ? তখন তিনি শিষ্যদের দুই ১৩ জনকে প্রেরণকালে কহিলেন, তোমরা নগরের মধ্যে গেলে যে জন জলকুন্তু লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করিবে, তাহারি পশ্চাৎ যাও ; এবং সে যে গৃহে প্রবেশ ১৪ করে, সেই গৃহের কৰ্ত্তাকে বল, গুরু কহিতেছেন, আমি যে স্থানে শিষ্যগণের সহিত নিস্তার পর্বের ভোজ করিতে পারি, সেই অতিথিশালা কোথায় ? তাহাতে সে ১৫ ব্যক্তি সুসজ্জিত দ্বিতীয় তালার এক প্রশস্ত কুঠরী দেখাইয়া দিবে ; তোমরা সেই স্থানে আমাদের জন্যে ভোজের আয়োজন কর । পরে শিষ্যের প্রস্থান করিয়৷ ১৬ 154