পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচীর । o দেও, কেনন। এই প্রকারে সকল ধৰ্ম্ম সাধন কর। আমাদের ১৬ কর্তব্য ; তাহাতে সে অনুমতি দিল । পরে যীশু বাপ্তাইজিত হইয়। তৎক্ষণাৎ জলহইতে উঠিলেন ; তাহাতে তাহার নিমিত্তে মেঘদ্বার যুক্ত হইলে তিনি ঈশ্বরের আত্মাকে কপোতের ন্যায় আপনার উপরে নামিয়া আসিতে দেখি১৭ লেন । আর এই আমার প্রিয় পুত্র, ইহঁতেই আমার পরম সন্তোষ, এমন এক আকাশবাণী হইল । ৪ অধ্যায় । ১ শয়তানদ্বার স্ত্রীষ্টের পরীক্ষা ১২ ও তাহার কফর্নাহমে বসি ১৭ ও তাহার সুসমাচারের প্রচার ১৮ ও পিতর ও অন্দ্রিয় ও যাকুব ও যোহন ইহাদের প্রতি আহ্বান, ও খ্ৰীষ্টদ্বারা রোগিদের রোগমুক্তি। ১ পরে যীশু শয়তানকর্তৃক পরীক্ষিত হইবার জন্যে আত্মা২ দ্বারা প্রান্তরে আকৰ্ষিত হইয়া চল্লিশ দিবারাত্রি অনাহারে ৩ থাকিলে পর ক্ষুধিত হইলেন। তখন পরীক্ষক তাহার নিকটে আসিয়া কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র বট, তবে আজ্ঞাদ্বারা ৪ এই প্রস্তরগুলাকে রুট কর । তাহাতে তিনি উত্তর করিলেন, এই লেখা আছে, “ মনুষ্য কেবল রুটতে বঁাচে না, কিন্তু * ঈশ্বরের মুখহইতে নির্গত যে২ বাক্য তাহাদ্বারাই বাচে” । ৫ তখন শয়তান তাহাকে পুণ্য নগরে লইয়। মন্দিরের ৬ চূড়ার উপরে বসাইয়া কহিল, তুমি যদি ঈশ্বরের পুত্র বট, তবে এস্থানহইতে নীচে পড় ; কেননা এমন লেখা আছে, “ তিনি তোমাকে রক্ষা করিতে আপন দূতগণকে আজ্ঞ ** দিবেন ; তাহাতে তোমার চরণে যেন প্রস্তরণঘাত না “ লাগে, এ কারণ তাহারা তোমাকে হস্তে ধরিয়া রাখিবে” । ৭ তখন যীশু তাহাকে কহিলেন, ইহাও লেখা আছে, “ তুমি ৮ “ আপন প্রভু পরমেশ্বরের পরীক্ষা লইও না” । অনন্তর শয়তান তাহাকে পুনৰ্ব্বার অতি উচ্চ এক পৰ্ব্বতের উপরে লইয়। জগতের সমস্ত রাজ্য ও তাহার ঐশ্বৰ্য্য দেখাইয়৷ 7