!- মথিলিখিত সুসমাচার। [৪ অধ্যায়। . তাহাকে কহিল, তুমি যদি দণ্ডবৎ হইয়া আমাকে প্রণাম ৯ কর, তবে আমি এই সকল তোমাকে দিব । তখন যীশু ১ ও তাহাকে কহিলেন, দূর হও, শয়তান; লেখা আছে, “ তুমি “ আপন প্রভু পরমেশ্বরকে প্রণাম করিও, এবং কেবল “ তাহারি সেবা করিও” । তখন শয়তান তাহাকে ছাড়িলে ১১ স্বগীয় দূতগণ আসিয়া তাহার সেবা করিতে লাগিল । পরে যোহন কারাগারে বদ্ধ হইয়াছে, এ কথা শুনিয়া ১২ যীশু গালীলে প্রস্থান করিলেন । তাহার পর তিনি নসরৎ ১৩ নগর পরিত্যাগ করিয়া সমুদ্রের তীরে সিবুলুন ও নপ্তালি এই উভয় প্রদেশের সীমার নিকটস্থ যে কফর্নাঙ্কুম, সেই নগরে গিয়া বাস করিলেন । তাহাতে “ সমুদ্রের নিকটস্থ যাদনের ১৪ “ তীরে অন্যদেশীয়দের গালীলের অর্থাৎ সিবুলুন ও নপ্তালি “ প্রদেশের যে লোক অন্ধকারে বসিয়া থাকিত, তাহার। ১৫ “ মহা আলো দেখিবে, এবং যাহারা মৃতু্যচ্ছায়াৰূপ দেশে “ বসিয়াছিল, তাহদের উপরে আলো প্রকাশ পাইবে ;" এই যে কথা যিশয়িয় ভবিষ্যদ্বক্তাদ্বারা উক্ত ছিল, তাহ ১৬ সফল হইল । পরে যীশু সুসমাচার প্রচার করিয়৷ এই কথা কহিতে ১৭ আরম্ভ করিলেন, মন ফিরাও ; কারণ স্বগের রাজত্ব সন্নিকট ङ्ङेल । অনন্তর যীশু গালীলীয় সমুদ্রতীরে গমন করিতেই ১৮ শিমোন যাহাকে পিতর বলে, ও তাহার ভ্রাতা আন্দ্ৰিয়, এই দুই জন মৎস্যধারিকে সমুদ্রে জাল ফেলিতে দেখিয় তাহাদিগকে ডাকিয়া কহিলেন, তোমরা আমার পশ্চাৎ ১৯ ভাইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করব । তাহাতে ২ • তাহারা তৎক্ষণাৎ জাল পরিত্যাগ করিয় তাহার পশ্চাদ গামী হইল । পরে সে স্থানহইতে যাইতেহ সিবদিয়ের ২১ 8
পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৮
অবয়ব