পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る。p সূকলিখিত সুসমাচার। [৬ অধ্যায় । অনন্তর অণর এক বিশ্রামবারে তিনি ভজনালয়ে প্র- ৬ বেশ করিয়া উপদেশ দিতেছিলেন ; সে সময়ে ঐ স্থানে দক্ষিণহস্ত শুষ্ক এক মনুষ্য উপস্থিত ছিল । তাহাতে অধ্য- ৭ পকেরা এবং ফিন্ধশিবগ যীশুর প্রতি দোষ আরোপ করিবার নিমিত্তে, তিনি বিশ্রামবারে সুস্থ করেন কি না, তাহার প্রতীক্ষা করিতে লাগিল । তখন তিনি তাহদের ৮ চিন্তা বুঝিয়া ঐ শুষ্কহন্ত ব্যক্তিকে কহিলেন, উঠিয়া মধ্যস্থানে দাড়াও । তাহাতে সে উঠিয় দাড়াইলে পর যীশু ৯ তাহাদিগকে কহিলেন, তোমাদিগকে এক কথা জিজ্ঞাসা করি, বিশ্রামবারে ভাল করা কি মন্দ করা, এবং প্রাণ রক্ষা কি প্রাণ নাশ করা, ইহার কোন কৰ্ম্ম কৰ্ত্তব্য ? পরে চারিদিগে সকলের প্রতি দৃষ্টি করিয়া ঐ মনুষ্যকে ১ • বলিলেন, আপন হস্ত বিস্তার কর; তাহাতে সে তাহ করিলে তাহার হস্ত অন্য হস্তের ন্যায় সুস্থ হইল । তা- ১১ হাতে তাহার প্রচণ্ড ক্রোধান্বিত হইয়। যীশুকে কি করিবে, পরস্পর ইহার মন্ত্রণা করিতে লাগিল । তৎকালে তিনি প্রার্থনা করণার্থে এক পৰ্ব্বতারোহণ ১২ করিয়া সমস্ত রাত্রি ঈশ্বরের প্রতি প্রার্থনা করিলেন । প- ১৩ রে দিন উপস্থিত হইলে তাবৎ শিষ্যকে ডাকিলেন, এবং ১ ৪ তাহাদের মধ্যহইতে যাহাকে পিতর (প্রস্তর) বলিয়৷ উপনাম দিলেন, সেই শিমোন ও তাহার ভ্রাতা আন্দ্ৰিয়, এবং যাকু ও যোহন, এবং ফিলিপ্ত ও বর্থলময় এবং ১৫ মথি ও থোমা, এবং আলফেয়ের পুত্র যাকু ও উদ্‌ যোগী নামে খ্যাত শিমোন ; এবং যাকুবের ভ্রাতা যিহুদ, ১৬ ও যে খ্ৰীষ্টকে পরহস্তগত করিল, সেই ঈস্করিয়োতীয় যিহুদা, এই দ্বাদশ জনকে মনোনীত করিয়া লইলেন ; এবং প্রেরিত বলিয়। তাহদের উপাধিও রাখিলেন । 190 -