পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Re লকলিখিত সুসমাচার । [৯ অধ্যায় । বাণী হইল, এই আমার প্রিয় পুত্ৰ, ইহঁর কথাতে মনোযোগ কর । ঐ শব্দ হইবামাত্র তাহারা যীশুকে ৩৬ একাকী দেখিতে পাইল ; কিন্তু তাহার। সেই সময়ে ঐ দর্শনের এক কথাও কাহাকে না বলিয়া গুপ্ত রাখিল । পরদিনে সেই পৰ্ব্বতহইতে নামিলে তাহার সহিত ৩৭ সাক্ষাৎ করণার্থে অনেক লোক আইল, এবং তাঁহাদের ৩৮ মধ্যহইতে এক জন উচ্চৈঃস্বরে কহিল, হে গুরো, আমি বিনয় করি, আমার পুত্রের প্রতি কৃপাদৃষ্টি করুন; সে . আমার এক পুত্ৰমাত্র । আর দেখ, ভূত তাহাকে আক্র- ৩৯ মণ করিলে সে হঠাৎ চীৎকার করে, এবং ভূত তাহাকে মুচড়াইয়া ধরিলে তাহার মুখ দিয়া ফেণী উঠিতে থাকে, এই ৰূপে ক্লিষ্ট করিয়াও প্রায় ছাড়িয় যায় না । অত- ৪ • এব সেই ভূতকে ছাড়াইতে তোমার শিষ্যগণের নিকটে নিবেদন করিলাম, কিন্তু তাহার। পারিল না । তখন যীশু ৪ ১ কহিলেন, ওরে অবিশ্বাসি ও বিপথগামি বংশ, আর কত কাল তোমাদের নিকটে থাকিয়া তোমাদের ভার সহ্য করিব ? তোমার পুত্রকে এ স্থানে আন । তাহাতে ৪২ তাহার আগমন সময়ে ঐ ভূত তাহাকে ভূমিতে ফেলিয়। মুচড়াইয়া ধরিল ; তখন যীশু সেই অপবিত্র ভূতকে তর্জন করিয়া বালককে সুস্থ করিয়া তাহার পিতার নিকটে সমর্পণ করিলেন । ঈশ্বরের এই মহাশক্তি দে- ৪৩ খিয়া সকলে চমৎকৃত হইল ; কিন্তু যীশুর এই ৰূপ সকল ক্রিয়াতে তাবৎ লোক আশ্চৰ্য্য জ্ঞান করিলে তিনি শিষ্যগণকে কহিলেন, এই কথা তোমাদের কর্ণে ৪৪ প্রবিষ্ট হউক ; মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমৰ্পিত হইবেন । কিন্তু তাহার। সেই কথা বুঝিতে পারিল না, ৪৫ এবং অস্পষ্ট হওয়াতে তাহার ভাব তাহদের বোধগম্য 210