পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৫ ৭ লেন, তবে কৈসরের যাহ। তাহ। কৈসরকে দেও, এবং ২৬ ঈশ্বরের যাহা তাহ ঈশ্বরকে দেও । তাহাতে লোকদিগের সাক্ষাতে তাহার কথার কোন ছিদ্র ধরিতে ন৷ পাইয়। তাহারা তাহার উত্তরে আশ্চৰ্য্য জ্ঞান করিয়া অবাক হইয়। থাকিল । ২৭ অপর কবরহইতে উত্থান অস্বীকারকারি সিদুকিগণের ২৮ ক এক জন অগসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, হে গুরো, “কাহারো স্ত্রীবিশিষ্ট ভ্রাতা যদি নিঃসন্তান হইয়। মরে, তবে সে তাহার স্ত্রীকে বিবাহ করিয়া ভ্রাতার বংশ উৎপন্ন করিবে, মূসা আমাদের প্রতি এমন আজ্ঞ ২৯ লিখিয়াছে । কিন্তু কোন লোকেরা সাত ভাই ছিল ; তাহাতে জ্যেষ্ঠ ভ্রাতা বিবাহ করিয়া নিঃসন্তান হইয়৷ ৩০ মরিল । অপর দ্বিতীয় ব্যক্তি তাহার স্ত্রীকে বিবাহ ৩১ করিল, কিন্তু সেও নিঃসন্তান হইয়। মরিল । পরে তৃতীয় জন ঐ স্ত্রীকে বিবাহ করিল ; এই ৰূপে ক্রমে ২ সাত জনই তাহাকে বিবাহ করিয়া নিঃসন্তান হইয়। মরিল ৷ ৩২ সকলের শেষে সে স্ত্রীও মরিল । অতএব কবরহইতে ৩৩ উত্থান সময়ে সে তাহাদের মধ্যে কাহার স্ত্রী হইবে ? যেহেতুক তাহারা সাত জনই তাহাকে বিবাহ করিয়া৩৪ ছিল । তখন যীশু উত্তর করিলেন, এই জগতের লোকে৩৫ রা বিবাহ করে এবং বাগদত্ত হয়, কিন্তু যাহার। সেই জগৎ পাইবার যোগ্যপাত্র গণিত, তাহার কবরহইতে উত্থান করিয়া বিবাহ করে না, এবং বাগদত্তাও হয় ৩৬ না। তার তাহারা পুনর্বার মরেও না, কিন্তু কবরহইতে উত্থাপিত হইয়। ঈশ্বরের সন্তান ও স্বর্গদূতগণের সদৃশ ৩৭ হয় । অধিকন্তু পরমেশ্বর ইব্রাহীমের ঈশ্বর, ও ইস হাকের ঈশ্বর, ও যাকুবের ঈশ্বর, মূসা ঝোপের বৃত্তান্তে 257