পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। ২৭৩ র্তাহার সঙ্গে আসিয়াছিল, তাহারাও দূরে দাড়াইয়। ঐ সমস্ত দেখিল । - ৫ • তখন অন্য মন্ত্রিদের যুক্তিতে ও ক্রিয়াতে অসম্মত এবং ঈশ্বরের রাজত্বের অপেক্ষাকারি যিহুদা দেশীয় ৫১ অরিমথিয়া নগরের যুষফ নামে এক মন্ত্রি ভদ্র ও ধা৫২ স্মিক লোক পীলাতের নিকটে গিয়া যীশুর মৃত দেহ ৫৩ যাজ্ঞা করিল । পরে দেহ নামাইয়া বস্ত্র বেষ্টন করিয়া, যাহাতে কখনো কোন মনুষ্যকে রাখা যায় নাই, শৈলে ৫ ৪ খোদিত এমন এক কবরমধ্যে তাহ রাখিল । সেই দিন ৫৫ আয়োজন দিন, এবং বিশ্রামবারও সন্নিকট । অপর যীশুর সহিত গণলীলহইতে আগত স্ত্রীগণ পশ্চাৎ গিয়া কবরস্থান, এবং কি প্রকারে দেহ রাখা গেল, তাহ ৫৬ দেখিয়া ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিল, কিন্তু বিধিমতে বিশ্রামবারে বিশ্রাম করিল ৷ ২৪ অধ্যায় । ১ ভদ্ধার গ্রীষ্টের কবরহইতে উত্থানের প্রকাশ ৯ ও শিষ্যদের প্রতি স্ত্রীলোকদের দ্বারা ঐ উত্থানের সমাচার ১৩ ও ইমায় নগরের প্রতি গমনকারি দুই শিষ্যের সহিত স্ট্রীষ্টের দর্শন ও কথোপকথন ৩৩ ও যিরশালমে ফিরিয়া সকলকে সংবাদ দেওন ৩৬ ও শিষ্যদের সহিত স্ত্রীষ্টের দর্শন ও ভোজন ও উপদেশ দেওন ৫০ ও তাহার স্বৰ্গারোহণ । ১ পরে সপ্তাহের প্রথম দিনে অতি প্রত্যুষে ঐ স্ত্রীলো কের প্রস্তুত সুগন্ধি দ্রব্য লইয়া অন্য কতক স্ত্রীলোকের ২ সহিত কবরস্থানে গমন করিল। কিন্তু কবরদ্বারের প্রস্ত৩ রখান সরাণ দেখিয় তাহারা প্রবেশ করিয়া প্ৰভু ৪ যীশুর দেহ ন পাইয়া ব্যাকুল হইতেছে, এমন সময়ে তেজোময় বস্ত্রান্বিত দুই ব্যক্তি তাহাদের নিকটে উপ 273