পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟ ጓ8 লুকলিখিত সুসমাচার। [২৪ অধ্যায়। স্থিত হওয়াতে তাহার। শঙ্কাযুক্ত হইয়া ভূমিতে অধোমুখে থাকিল। তখন তাহার। তাহাদিগকে কহিল, মৃতদের মধ্যে জীবৎ ব্যক্তির তত্ব কেন করিতেছ? তিনি এখানে নাই, উঠিয়াছেন । পাপি লোকদের হস্তে সমর্পিত হইয়। ক্রুশে হত হইলে পর তৃতীয় দিবসে মনু 6: ৬ য্যপুত্রকে কবরহইতে উত্থান করিতে হইবে, গালীলে ৭ থাকন সময়ে এই যে কথা তিনি তোমাদিগকে কহিয়ছিলেন, তাহা স্মরণ কর । তখন র্তাহার সেই কথা তাহাদের মনে পড়িল । পরে তাহার কবরহইতে গমন করিয়৷ একাদশ শিষ্য প্রভৃতি তাবৎকে ঐ সকল সংবাদ কহিল । মগদলীনী মরিয়ম্ ও যোহান ও যাকুবের মাতা মরিয়ম ও আর২ সঙ্গি স্ত্রীলোকেরাও প্রেরিতদিগকে এই সংবাদ দিল ; কিন্তু তাহাদের কথা অনর্থক গণপমাত্র বোধ করিয়া কেহ প্রত্যয় করিল না । তখন পিতর উঠিয়৷ কবরের নিকটে দৌড়িয়া গেল, এবং হেঁট হইয়। বস্ত্রমাত্ৰ দেখিল ; তাহাতে যাহা ঘটিয়াছে, তাহাতে মনে অণশচর্য জ্ঞান করিতে ২ প্রস্থান করিল। সেই দিবসে জুই জন শিষ্য যিৰূশালমহইতে চারি ক্রোশ দূরে ইন্মায়ু নামক গ্রামে গমন করিতেই ঐ সকল ঘটনার কথোপকথন করিতেছিল ; এবং তাছাদের আলাপ ও বিচার করণ কালে যীশু আপনি নিকটে অসিয়া তাহদের সঙ্গে গমন করিলেন, কিন্তু তাহারা যেন তাহাকে চিনিতে না পারে, এই নিমিত্তে তাছাদের দৃষ্টি রুদ্ধ হইল । তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা বিষগ্ন হইয়। কি কথার বিচার করিতে ২ গমন করিতেছ ? তাহাতে তাহদের মধ্যে 274 b〜 2 o' > R > N○ X 8 o Go X yo > > b