পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮৪ যোহনলিখিত সুসমাচার। [২ অধ্যায় । মন্দিরহইতে দূর করিয়া দিলেন । এবং বণিকদিগের ১৬ মুদ্রাদি ছড়াইয়। আসন সকল উলটাইয়া ফেলিলেন, এবং কপোত ব্যাপারিদিগকে কছিলেন, এ স্থান হইতে এ সকল লইয়া যাও ; আমার পিতার গৃহকে বাণিজ্য গৃহ করিও না। তাহাতে “তোমার মন্দির নিমিত্তক উদ্‌ ১৭ “যোগ আমাকে গ্রাস করে,” এই শাস্ত্রীয় লিপি শিষ্যগণের স্মরণে হইল । পরে বিহুদীয় লোকের যীশুকে কহিল, তুমি ষে ১৮ এই মত কৰ্ম্মের ভার পাইয়াছ, ইহার কি চিহ্ন আমাদিগকে দেখাইতেছ? তাহাতে যীশু তাহাদিগকে উত্তর ১৯ করিলেন, তোমরা এই মন্দির নষ্ট করিলে আমি তিন দিনের মধ্যে তাহ উঠাইয়া দিব। তখন যিহুদীয়ের ব- ২ • লিল, এই মন্দির নিৰ্ম্মাণ করিতে ছেচল্লিশ বৎসর লাগিয়াছে ; তুমি কি তিন দিনের মধ্যে তাহ উঠাইবা ? কিন্তু তিনি আপন দেহৰূপ মন্দিরের বিষয়ে এই কথা ২১ কহিলেন । অণর কবরহইতে র্তাহার উত্থান হইলে পর, ২২ তিনি যে এৰূপ কহিয়াছিলেন, তাহ শিষ্যদিগের স্মরণে হওয়াতে তাহারা ধৰ্ম্মগ্রন্থে এবং যীশুর উক্ত কথাতে বিশ্বাস করিল। পরে তিনি নিস্তারপর্বের সময়ে যিব্ধশালম নগরে ২৩ উপস্থিত হইয়া যে আশ্চৰ্য্য কৰ্ম্ম করিলেন, তাহা দেথিয়। অনেকেই তাহার নামেতে বিশ্বাস করিল। কিন্তু ২৪ যীশু আপনি তাহদের হস্তে আপনাকে সমর্পণ করিলেন না, যেহেতুক তিনি সকলকে জানিলেন, এবং ২৫ মনুষ্যের বিষয়ে প্রমাণ অপেক্ষা করিলেন না ; কেননা মনুষ্যের অন্তরে কি২ আছে, তাহা তিনি জানিলেন । 284